প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার হল মা উড়ালপুল। যাকে এককথায় কলকাতার প্রাণকেন্দ্র বলা যায়। তার কারণ বাইপাস হয়ে সল্টলেক-নিউটাউন পৌঁছনোর সবচেয়ে সহজ এবং অত্যন্ত প্রয়োজনীয় ফ্লাইওভার এটি (Maa Flyover)। কিন্তু এবার সেই ফ্লাই ওভার বন্ধের মুখে পড়তে চলেছে। যার ফলে প্রশ্ন উঠছে তবে কি একের পর এক দুর্ঘটনা ঘটার কারণেই এই পদক্ষেপ নিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফের বন্ধের মুখে মা উড়ালপুল
আসলে গত কয়েকমাস ধরে মা উড়ালপুলে বাইকারোহীদের দৌরাত্ম্য বেশ বাড়ছে। তীব্র গতির নেশায় তাই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। সেক্ষেত্রে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ একাধিক নিয়ম জারি করলেও কিছুতেই বাগে আনতে পারছে না দুর্ঘটনা। বেশ চিন্তিত কলকাতা পুলিশ সহ ট্রাফিক বিভাগ। আর এই আবহেই এবার মা উড়ালপুল বন্ধের নোটিশ জারি হল। তবে দুর্ঘটনা নিয়ন্ত্রণ নয়, পূর্ব অভিমুখে পার্ক সার্কাস থেকে বাইপাস অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে কেএমডিএ সেইজন্য আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।
নির্দেশিকায় কী বলা হয়েছে?
সম্প্রতি কলকাতা ট্রাফিক পুলিশ এই প্রসঙ্গে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এবং সেই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মা উড়ালপুলে সমস্তরকম যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। এবং যতদিন না পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। এই নির্দেশিকায় কিছু বিকল্প রুটের কথা জানানো হয়েছে। জানা গিয়েছে ইএম বাইপাস রোডে উঠতে চাওয়া গাড়িগুলিকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোড ধরতে বলা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
গত কয়েক মাসে আগে মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনার খবর উঠে এসেছিল শিরোনামে। যার ফলে বেশ চিন্তিত হয়ে পড়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ। তাই কয়েক মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসে মা উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। কিন্তু পরে প্রশাসনিক একটি বৈঠকে ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্তের ব্যাপারে চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সেই নির্দেশ বাতিল করা হয়।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।