শ্বেতা মিত্র, কলকাতা: ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ইপিএফও (Employees’ Provident Fund Organisation) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। জানা গিয়েছে, কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (CBT) আগামী ২৮শে ফেব্রুয়ারি, শুক্রবার বৈঠক করবে। এই সভায় প্রভিডেন্ট ফান্ড আমানতের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
EPFO -র গুরুত্বপূর্ণ বৈঠক
চলতি আর্থিক বছরে EPFO-এর প্রায় ৩০ কোটি সদস্য রয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বাজারে সংশোধন এবং FY25 সালে দাবি নিষ্পত্তি বৃদ্ধির কারণে সুদের হার হ্রাসের সম্ভাবনা রয়েছে। গত বছর, সামাজিক নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, সিবিটি, আর্থিক বছর ২৪-এর জন্য সুদের হার ৮.২৫ শতাংশ নির্ধারণ করেছিল।
গত সপ্তাহে, বিনিয়োগ কমিটি এবং হিসাব কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে EPFO-এর আয় এবং ব্যয় নিয়ে আলোচনা করা হয়েছিল যাতে সুদের হার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই কমিটি সিবিটি সভায় সুদের হার প্রস্তাব করবে, যার পরে বোর্ড সেই হার অনুমোদন করবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কী বলছেন আধিকারিকরা?
নাম প্রকাশ না করার শর্তে CBT-এর একজন নিয়োগকর্তার প্রতিনিধি বলেন, “এই বছর সুদের হার গত বছরের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণ হলো সাম্প্রতিক মাসগুলিতে বন্ড ইল্ডের পতন। উচ্চ সুদের হার ঘোষণা করা হলে, অবসর তহবিল সংস্থার কাছে যেকোনো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য খুব বেশি অতিরিক্ত নগদ অর্থ নাও থাকতে পারে।’
তবে, টিইউসিসির জাতীয় সাধারণ সম্পাদক এবং সিবিটিতে কর্মচারীদের প্রতিনিধি শিব প্রসাদ তিওয়ারি বলেছেন যে চলতি আর্থিক বছরে বিনিয়োগের উপর দুর্দান্ত রিটার্ন হয়েছে এবং গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, যার কারণে সংস্থাটি আরও বেশি লাভ পেয়েছে। তিনি বলেন, ‘আমার মূল্যায়ন হলো সুদের হার একই থাকবে।’
একই সময়ে, সিবিটির সাথে যুক্ত আরেকজন ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সুদের হার হ্রাসের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিনিয়োগ কমিটির মতামত হলো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য উদ্বৃত্ত রাখা উচিত।