লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অফ সিজন সেলে ৫৫% ছাড়ে AC, বিক্রি বাড়াতে দাম কমাল Flipkart

Updated on:

ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীতকাল। গরমের অনুভব বাড়তে অনেকেই এসির ব্যবহার শুরু করবেন কিনা তা ভাবতে শুরু করেছেন। বাজারে হালকা বিক্রি শুরু হয়েছে। এই সময়ে আপনি যদি ভাবেন স্প্লিট এসি কিনবেন, তাহলে ভালো অফার চলছে ই-কমার্স সাইটে। অফ-সিজন সেল উপলক্ষে ফ্লিপকার্ট-এ ৫৫% ছাড়ে পাওয়া যাচ্ছে বাতানুকূল যন্ত্র। শীর্ষ ব্র্যান্ডের ১.৫ টনের স্প্লিট এসির উপর ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়া স্যামসাং, ব্লু স্টার, ডাইকিন, ভোল্টাস, এলজি, ক্যারিয়ার এবং ও-জেনারেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রিমিয়াম স্প্লিট এসির উপর ৫৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ছাড়ের পাশাপাশি, আরও টাকা বাঁচানোর জন্য এক্সচেঞ্জ এবং ব্যাংক অফারও প্রদান করা হচ্ছে। চলুন ফ্লিপকার্টে উপলব্ধ কিছু সেরা ডিল দেখে নেওয়া যাক।

READ MORE:  Honor Pad X9a Launched: ১৬ জিবি র‌্যাম সহ Honor Pad X9a ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ৮৩০০mAh ব্যাটারি | Honor Pad X9a Price

ফ্লিপকার্ট এসির উপর ছাড়

ডাইকিন ১.৫ টন ৫-স্টার স্প্লিট ইনভার্টার এসি (২০২৩ মডেল) বর্তমান দাম ৪৫,৪৯০ টাকা। আসল দাম ৬৭,২০০ টাকা। তবে ৩২ শতাংশ ছাড়ের পর দাম ৪৫,৪৯০ টাকা।
এক্সচেঞ্জ অফার: অতিরিক্ত ৫,১০০ টাকা ছাড়।

ভোল্টাস ১.৫ টন ৩-স্টার স্প্লিট এসি। বর্তমান দাম ৩৩,৯৯০ টাকা। আসল দাম ৬২,৯৯০ টাকা। ছাড় ৪৬ শতাংশ। চূড়ান্ত দাম ৩৩,৯৯০ টাকা। ব্যাংক অফারে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ ক্যাশব্যাক।

READ MORE:  JVC QLED Smart TV Sale: দাম শুরু মাত্র ১০৪৯৯ টাকা থেকে, ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চি QLED Smart TV পাওয়া যাচ্ছে জলের দরে | JVC QLED Smart TV Price

ব্লু স্টার ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসি (২০২৪ মডেল)। বর্তমান দাম ৩৬,৯৯০ টাকা। আসল দাম ৬৪,২৫০ টাকা। ছাড় ৪২ শতাংশ। চূড়ান্ত দাম ৩৬,৯৯০ টাকা। এক্সচেঞ্জ অফার ৫,১০০ টাকা ছাড়।

ও-জেনারেল ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসি। বর্তমান দাম এখন ৪৯,৯৯০ টাকা। আসল দাম ১,১১,১৮০ টাকা। ছাড় ৫৫ শতাংশ। চূড়ান্ত দাম ৪৯,৯৯০ টাকা।

READ MORE:  অর্ধেক দামে LG, Godrej এবং Voltas-র ১ টন এসি, বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা নেই | Flipkart Sale on 1 Ton AC 45 Percent Discount

এলজি সুপার কনভার্টেবল ৫-ইন-১ কুলিং ১.৫ টন স্প্লিট এসি। বর্তমান দাম ৪৫,৭৯০ টাকা। আসল দাম ৮৯,৯৯০ টাকা। ছাড় ৪৯ শতাংশ। চূড়ান্ত দাম ৪৫,৭৯০ টাকা। এই এসিতে হট অ্যান্ড কোল্ড মোড এবং অ্যান্টি-ভাইরাস সুরক্ষা-সহ এইচডি ফিল্টার রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.