প্রীতি পোদ্দার, কলকাতা: গত আড়াই বছর ধরে SSC নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে। এখনও সেই রেশ কাটেনি। আগেই এই নিয়োগ দুর্নীতি মামলায় CBI চার্জশিট দিয়েছিল। কিছু দিন আগে চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ED। এদিকে এসএসসি নিয়োগ কাণ্ডে এখনও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে। তবে বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর এই আবহে এবার এসএসসি নিয়োগ মামলায় আড়াই বছর পরে কলকাতা হাই কোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ অঙ্কিতার
SSC নিয়োগ মামলায় একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী। কিন্তু ২০২২ সালে মন্ত্রী-কন্যা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন এই অভিযোগ উঠে আসে। আর এই অভিযোগ তোলেন আরেক চাকরিপ্রার্থী ববিতা সরকার। তাই সেই সুবাদে হাই কোর্টে মামলা করেন তিনি। শেষপর্যন্ত ওই মামলায় ২০২২ সালের ১৭ মে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে বিজেপি সাংসদ। এমনকি তাঁকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।
এক চাকরি নিয়ে চলছে টানাপোড়েন
হাইকোর্টের নির্দেশ মত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি এবং বেতনের প্রায় ১৫ লক্ষ টাকা পেয়ে যান ববিতা সরকার। কিন্তু ধন্দের জাল কাটল না। পরে দেখা যায় ববিতা সরকারেরও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে। যার জেরে তাঁর কপালেও সরকারী চাকরি বেশিদিন স্থায়ী থাকল না। শেষমেশ ওই চাকরি পান আরেক চাকরিপ্রার্থী অনামিকা রায়। যা নিয়ে ফের ওঠে নানা বিতর্ক। ২০২৪ সালের ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে হাই কোর্ট। তাতেই চাকরি চলে যায় অনামিকার। অর্থাৎ একটি চাকরিকে কেন্দ্র করে তিন প্রার্থীর মধ্যে চলে দীর্ঘ টানাপড়েন। তাই এবার ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ২০২২ সালের ১৭ এবং ২০ মে নির্দেশকে চ্যালেঞ্জ করলেন অঙ্কিতা অধিকারী।
আজই হবে এই মামলার শুনানি
জানা গিয়েছে হাই কোর্টের সেইসময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে যিনি বিজেপি সাংসদ, তাঁর জোড়া নির্দেশকে এবার চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা অধিকারী। শুধু তাই নয়, শীর্ষ আদালতে মন্ত্রী-কন্যা চ্যালেঞ্জ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ২৬ হাজার চাকরি বাতিল রায়কেও। আজ অর্থাৎ সোমবার তাঁর মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার সঙ্গে শুনানির তালিকায় রয়েছে।