অষ্টম বেতন কমিশনের পর কেন্দ্রীয় কর্মীদের জন্য আরও এক বড় উপহার, প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি!
কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মচারীদের জন্য সুখবরের পর সুখবর আসছে। প্রথমে 8ম বেতন কমিশনের অনুমোদন, তারপর 7ম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বৃদ্ধি, আর এবার এলটিসি (Leave Travel Concession) নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মচারীরা সুপারফাস্ট ট্রেনে ভ্রমণ করতে পারবেন এবং আরও সুবিধা উপভোগ করবেন।
সরকার এলটিসি স্কিমের আওতায় নতুন কিছু নিয়ম জারি করেছে, যা সরাসরি কর্মচারীদের সুবিধা বাড়াবে। এলটিসি স্কিমে এখন কর্মচারীরা তেজস, বন্দে ভারত, এবং হামসফর এক্সপ্রেস-এ ভ্রমণের সুবিধা পাবেন। এর আগে শুধুমাত্র রাজধানী, শতাব্দী, এবং দুরন্ত এক্সপ্রেস-এ ভ্রমণের সুযোগ ছিল।
1. নতুন ট্রেনের অন্তর্ভুক্তি:
– কর্মচারীরা তেজস, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস-এ ভ্রমণ করতে পারবেন।
– সুপারফাস্ট ট্রেনগুলিকে অন্তর্ভুক্ত করার ফলে কর্মচারীদের ভ্রমণ আরও আরামদায়ক ও দ্রুত হবে।
2. লেভেল অনুযায়ী সুবিধা:
– লেভেল 12 বা তার উপরে: এক্সিকিউটিভ চেয়ার কারে ভ্রমণের সুবিধা।
– লেভেল 6 থেকে 11: এসি 2 টিয়ার ভ্রমণের অনুমতি।
– লেভেল 5 বা নিচে: এসি 3 টিয়ারে ভ্রমণের সুবিধা।
3. টিকিট ভাড়ার প্রতিদান:
– চার বছরে দুইবার বাড়ি ভ্রমণ বা দেশের অন্য কোথাও ভ্রমণের জন্য টিকিটের প্রতিদান দেওয়া হবে।
– প্রতিটি দুই বছরের সময়সীমার মধ্যে এই সুবিধা পাওয়া যাবে।
1. চার বছরের সময়সীমা:
– কর্মচারীরা চার বছরে দুবার এই সুবিধা উপভোগ করতে পারবেন।
– প্রথম দুই বছরে বাড়ি ভ্রমণ এবং দ্বিতীয় দুই বছরে ছুটি কাটানোর জন্য টিকিটের প্রতিদান নেওয়া যাবে।
2. সরকারি স্তরে সিদ্ধান্ত:
– নতুন ট্রেন যুক্ত করার সিদ্ধান্ত কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT) এবং ব্যয় দপ্তরের সম্মিলিত পরামর্শে নেওয়া হয়েছে।
3. প্রিমিয়াম ট্রেনের অন্তর্ভুক্তি:
– আগের মতো রাজধানী, শতাব্দী এবং দুরন্তর পাশাপাশি, এখন তেজস, বন্দে ভারত, হামসফর-এ ভ্রমণের সুযোগ।
– কর্মচারীরা এখন আরও দ্রুত এবং আরামদায়কভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
– নতুন ট্রেনের অন্তর্ভুক্তি কর্মীদের সময় ও খরচ সাশ্রয় করবে।
– স্তরভিত্তিক সুবিধা কর্মচারীদের চাহিদা অনুযায়ী ভ্রমণের সুযোগ দেবে।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি এবং সুযোগ এনে দিচ্ছে। এলটিসি স্কিমে নতুন ট্রেন যুক্ত হওয়ায় কর্মীরা আরও উন্নত ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। কর্মচারীরা তাদের স্তরের ভিত্তিতে সুবিধা পাবেন, যা তাদের ভ্রমণকে আরও সহজ এবং আরামদায়ক করবে। সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়াবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.