অ্যামোলেড ডিসপ্লে সহ ওয়াটারপ্রুফ রেটিং, বিক্রি শুরু Lava ProWatch V1 স্মার্টওয়াচের
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Lava-এর সাব-ব্রান্ড ProWatch কিছুদিন আগে ভারতে ProWatch V1 লঞ্চ করেছিল। আজ থেকে Flipkart-এর মাধ্যমে এর সেল শুরু হয়েছে। এই স্মার্টওয়াচে আছে আধুনিক ডিজাইন, AMOLED ডিসপ্লে এবং উন্নত হেলথ ট্র্যাকিং ফিচার। এর পাশাপাশি, এটি IP68 রেটিং সহ এসেছে, যা একে জল এবং ধুলো থেকে রক্ষা করবে। সেলে স্মার্টওয়াচটি ডিসকাউন্টে কেনা যাবে।
Lava ProWatch V1 ব্ল্যাক নেবুলো, ব্লুয়িশ রনিন, মিন্ট শিনোবি এবং পিচি হিকারির মতো আকর্ষণীয় কালারে উপস্থিত। এর আসল দাম ২,৩৯৯ টাকা। তবে সেলে এটি মাত্র ১,৯৯৯ টাকায় কেনা যেতে পারে।
পিচি হিকারি মেটাল ভ্যারিয়েন্টের আসল মূল্য ২,৬৯৯ টাকা এবং এটি ২,২৯৯ টাকায় পাওয়া যাবে।
এদিকে ব্ল্যাক নেবুলা মেটাল ভ্যারিয়েন্টের মূল্য ২,৭৯৯ টাকা হলেও এটি ২,৩৯৯ টাকায় কেনা যাবে।
লাভা প্রোওয়াচ ভি১ ওয়াচে ১.৮৫-ইঞ্চি AMOLED ডিসপ্লে (৩৯০x৪৫০ পিক্সেল রেজোলিউশন) এবং কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Realtek 8773 চিপসেট। কানেক্টিভিটির জন্য এই স্মার্টওয়াচে আছে ব্লুটুথ ৫.৩।
কমপ্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইনের এই ওয়াচে GPS সাপোর্ট করে এবং এতে ১১০ টিরও বেশি স্পোর্টস মোড (যেমন রানিং, যোগা ইত্যাদি) পাওয়া যাবে। এই ঘড়িটি জল এবং ধুলো প্রতিরোধী (IP68 রেটিং) ডিজাইন অফার করে। ভালো গ্রাফিক্সের জন্য এতে ২.৫ডি জিপিইউ অ্যানিমেশন ইঞ্জিন দেওয়া হয়েছে।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.