আইফোনকে নকল ওয়ানপ্লাসের, আসছে নতুন “ম্যাজিক কিউব কি” ফিচার
স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাসে তাদের ফ্ল্যাগশিপে নতুন বৈশিষ্ট্য যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এটির নাম “ম্যাজিক কিউব কি”। বিভিন্ন রিপোর্টে দাবি, আইফোনকে নকল করে এই ফিচার ব্যবহার করছে ওয়ানপ্লাস। কোম্পানি তাদের আইকনিক অ্যালার্ট স্লাইডারকে একটি কাস্টমাইজেবল বাটন দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা খবরটি দাবি করা হয়েছে। ওয়ানপ্লাসের লক্ষ্য, ব্যবহারকারীদের আরও বহুমুখী এবং ব্যক্তিগতকৃত ইন্টারফেস প্রদান করা। “ম্যাজিক কিউব কি” নামে পরিচিত এই নতুন বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের এক ক্লিকেই বিভিন্ন ফাংশন ব্যবহার করতে সাহায্য করবে। এই ফাংশনগুলির মধ্যে থাকবে – ডিভাইসটি সাইলেন্ট করা, ফ্ল্যাশ চালু করা, স্ক্রিনশট নেওয়া, ছবি তোলা, টেক্সট অনুবাদ করা এবং দ্রুত অ্যাপ চালু করা।
উল্লেখ্য, অ্যাপল আইফোন ১৫ প্রো সিরিজের স্মার্টফোনগুলিতে এই রকম অ্যাকশন বাটন রয়েছে। এটি একবার প্রেস এবং হোল্ড করলে বিভিন্ন ধরণের ফাংশন সম্পাদন করা যায়। এই বৈশিষ্ট্যটি ওয়ানপ্লাসের অ্যালার্ট স্লাইডারের একটি উল্লেখযোগ্য পরিবর্তন, যা কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে দেখা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিন আনলক না করেই সাইলেন্ট, ভাইব্রেট এবং রিং মোডের মধ্যে টগল করার সুযোগ পান।
ওয়ানপ্লাসের একটি সহযোগী ব্র্যান্ড Oppo-ও একই ধরণের পরিবর্তন আনতে পারে জল্পনা শোনা যাচ্ছে। এই পরিবর্তনটি বেশ উল্লেখযোগ্য। কারণ ওপ্পো কিছুদিন আগেই তাদের ডিভাইসগুলিতে Alert Slider, OnePlus-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করেছে। কোম্পানির দাবি, এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে। তবে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের এই নতুন বৈশিষ্ট্যটি কতটা পছন্দ হয় সেটাই এখন দেখার।
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
বিক্রম ব্যানার্জী, কলকাত: আসন্ন 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL-এর কথা মাথায় রেখে গত…
This website uses cookies.