লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আগামী বছরেই আসছে Apple এর ফোল্ডেবল iPhone, ১২ ইঞ্চি ডিসপ্লে সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

Published on:

Apple গত কয়েকবছর ধরে Foldable iPhone নিয়ে কাজ করছে। ডিভাইসটি নিয়ে মাঝে মাঝে বিভিন্ন তথ্য সামনে আসে। নতুন একটি রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন শীঘ্রই বাজারে আসতে চলেছে। অ্যাপলের এই ফোল্ডেবল আইফোনে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতোই বুক-স্টাইল ডিজাইন দেখা যাবে। রিপোর্টে বলা হয়েছে যে এতে ১২ ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন থাকতে পারে।

Apple Foldable iPhone লঞ্চ হবে ২০২৬ সালে

এক্স ব্যবহারকারী হাইয়াও অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন। তার দাবি এই আইফোন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে লঞ্চ হবে। এর পাশাপাশি, অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইপ্যাড এবং ম্যাকবুকও লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। এগুলি ২০২৭ সালে আসবে। অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের ফোল্ডেবল আইফোনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিজাইন ও সাপ্লাই চেইনের সমস্যার কারণে অ্যাপলের ফোল্ডেবল আইফোন তৈরিতে দেরি হচ্ছে বলে হাইয়াও জানিয়েছেন।

READ MORE:  ভারতে Apple এর নতুন রেকর্ড, একবছরে সবচেয়ে বেশি iPhone বিক্রি

ফোল্ডেবল আইফোনে বড় স্ক্রিন থাকবে

টিপস্টারের মতে, অ্যাপলের ফোল্ডেবল আইফোন ৯.২ মিমি পুরু হতে পারে। ভাঁজ করা হলে আইফোনের স্ক্রিন হবে ৬.১ ইঞ্চি। ভাঁজ খুললে তা ১২.২ ইঞ্চি হয়ে যাবে। অ্যাপল শুরুতে সীমিত সংখ্যক ফোল্ডেবল আইফোন বাজারে আনবে। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে মাত্র ৮ থেকে ১০ কোটি ফোল্ডেবল আইফোন বাজারে আনবে। তবে চাহিদা বিবেচনায় ২০২৭ সালে ২ কোটি ইউনিট বাজারে ছাড়া হতে পারে।

READ MORE:  Apple MacBook Air 2025 Launched: M4 চিপ সহ MacBook Air (2025) ল্যাপটপ লঞ্চ করল Apple, দাম কত দেখে নিন | Apple MacBook Air 2025 Price in India

অ্যাপলের ফোল্ডেবল আইফোনেও স্যামসাংয়ের স্ক্রিন থাকতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং ইউটিজি বা আল্ট্রা থিন গ্লাস লেন্স প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। নিজেদের প্রথম ফোল্ডেবল আইফোনের বাকি যন্ত্রাংশ তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানগুলি থেকে আমদানি করবে অ্যাপল।

আর ফোল্ডেবল আইফোনে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হতে পারে। ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়া কভার ও ফোল্ডেবল স্ক্রিনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  যেমন ক্যামেরা তেমন পারফরম্যান্স, স্ন্যাপড্রাগন প্রসেসরের এই 5G স্মার্টফোনের দাম হু হু করে কমলো

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.