শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় DA নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। কয়েক দফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ বৃদ্ধির পরেও বাংলার সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমন হচ্ছে না। এদিকে সুপ্রিম কোর্টে মামলা বারবার উঠলেও নির্দিষ্ট কোনো শুনানি না হওয়ায় মন ভাঙছে অনেকের। তবে এসবের মাঝেই ডিএ সংক্রান্ত বড় আপডেট সামনে এল। জানা গেল ফের কবে ডিএ মামলাটি দেশের শীর্ষ আদালতে উঠবে। আপনিও কি এ বিষয়ে জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সুপ্রিম কোর্টে কবে উঠছে DA মামলা?
কেন্দ্রীয় সরকারের ডিএ বর্তমানে ৫৩%, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ ১ এপ্রিল, ২০২৫ তারিখে বিদ্যমান ১৪%-এর সাথে নতুন ৪% যোগ হওয়ার পর ১৮% হবে। এর ফলে বিভিন্ন রাজ্য কর্মচারী সংগঠনের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতার সরকার। এর জেরে উপকৃত হবেন অনেকে। কিন্তু সিংহভাগ সরকারি কর্মী সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন। যাইহোক, এসবের মাঝেই নিজের ফেসবুক পেজে একটি নতুন ব্যাপার পোস্ট করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। জানা গেল ফের কবে বাংলার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে।
মলয় মুখোপাধ্যায় জানান, ‘কর্মচারীদের জানানো যাচ্ছে যে বুধবার সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী ২৫ মার্চ ডিএ মামলাটি উঠছে। তবে বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনও তা জানা যায়নি, গেলে তা জানিয়ে দেওয়া হবে।’
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কী বলছেন সরকারি কর্মীরা?
বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী মুখ খুলেছেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘গত আড়াই বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে (অ্যাডভান্স লিস্টে ৯৫ নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা)।’ আর যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে, সেটাকে ‘বিজয়ের প্রাক-মুহূর্ত’ বলে দাবি করেছেন।
রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আগে জানিয়েছেন, “ডিএ অতিরিক্ত কিছু নয়, এটি আমাদের অধিকার। আমাদের মামলাটি ১৪ বার সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে কিন্তু এখনও শুনানি হয়নি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক দেশ, আমরা লড়াই চালিয়ে যাব।”