আধারের সঙ্গে ভোটার কার্ড লিংক না থাকলে দিতে পারবেন না ভোট? জেনে নিন জবাব
শ্বেতা মিত্র, কলকাতা: আপনার কাছেও কি আধার ও ভোটার কার্ড রয়েছে? এখনো অবধি লিংক করাননি? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। ভারতে বসবাসকারী মানুষের অন্যান্য দেশের মতো অনেক নথির প্রয়োজন হয়। এই নথিগুলি প্রতিদিন কোনও না কোনও কাজের জন্য প্রয়োজন হয়। বর্তমানে যে নাথিগুলি দরকার সেগুলো হল আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, ইত্যাদি। তবে আজ এই আর্টিকেলে আলোচনা হবে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে।
ব্যাংকিং কাজের ক্ষেত্রে যেমন PAN কার্ড প্রয়োজন। তাই ভোট দেওয়ার জন্য ভোটার আইডি কার্ড আবশ্যক। কাগজপত্র ছাড়া এই কাজ করা সম্ভব নয়। সম্প্রতি, নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট রয়েছে। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, যদি কারো ভোটার আইডি আধারের সাথে লিঙ্ক না থাকে, তাহলে কী সে ভোট দিতে পারবে না? জেনে নিন সবটা।
নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। যাদের ভোটার আইডি আধারের সাথে লিঙ্ক করা নেই, ওই ব্যক্তিদের ভোটার আইডি বাতিল করা হবে। এদিকে, অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে ভোটার আইডি কি আধারের সাথে লিঙ্ক না করা থাকলে তাহলে উক্ত ব্যাক্তি কী ভোট দিতে পারবে না?
তাহলে জানিয়ে রাখি যে যদি কারো ভোটার আইডি বাতিল হয়ে যায়, তাহলে তার নাম ভোটার তালিকায়ও থাকবে না। ধরুন কারোর কাছে ভোটার আইডি না থাকলেও, যদি তার নাম ভোটার তালিকায় থাকে, তাহলে সে ভোট দিতে পারবে। এর জন্য ভোটার আইডি না থাকলে আয়রণ বা অন্য কোন পরিচয়পত্র ভোট কেন্দ্রের সঙ্গে নিতে হবে।
ভারতে এখনও এমন অনেক মানুষ আছে যাদের একাধিক ভোটার আইডি আছে। আর এই কারণেই অনেক সময়ে জাল ভোটও হয়। ভোটার আইডি আধারের সাথে লিঙ্ক করার পরে, জাল ভোটার আইডি অপসারণ করা যেতে পারে এবং একজন ব্যক্তির কেবল একটি ভোটার আইডি থাকবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: মহাকুম্ভের রেশ কাটতে না কাটতেই এবার পালা দিঘার (Digha) জগন্নাথ ধামের উদ্বোধন…
৩১শে মার্চ (31st March) আর্থিক বছর শেষ হওয়ার সাথে সাথে, সম্ভাব্য সঞ্চয় বা সুবিধাগুলি যাতে…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Samsung Galaxy F16 5G এর দাম অনেকটাই কমলো। ডিভাইসটি এখন সস্তায় পাওয়া…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট (SC On Pension)।…
Lava Shark এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ভারতীয় রেলে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে এবার দারুণ সুখবর। কারণ…
This website uses cookies.