আধার কার্ডের সই ভেরিফিকেশন করবেন কীভাবে? এই অনলাইন পদ্ধতিটা জেনে নিন
দেশে আধার কার্ড এখন পরিচয় প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাগরিকের ব্যক্তিগত তথ্য, ছবি এবং ডিজিটাল স্বাক্ষর থাকে সেখানে। এই ডিজিটাল স্বাক্ষর আপনার আধারের সত্যতা যাচাই করে। কিন্তু, যদি আপনার আধার কার্ড ডিজিটালি স্বাক্ষরিত না থাকে, তখন কী করবেন? চিন্তা নেই, আপনি সহজেই অনলাইনে এর বৈধতা পরীক্ষা করতে পারবেন। এই প্রতিবেদনে সেই পদ্ধতি আলোচনা করা হল।
২০২৫ সালে এসে আধার কার্ডে স্বাক্ষর ভেরিফিকেশন করা কেন জরুরি?
ডিজিটাল স্বাক্ষর আধার কার্ডের বৈধতা নিশ্চিত করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। আধার কার্ডে স্বাক্ষর যাচাই না করলে, আপনার আধার কোনও সরকারি বা বেসরকারি নথিতে গ্রহণ করা হবে না। তাছাড়া এই যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিত করে যে, আপনার ই-আধারটি আসল এবং UIDAI দ্বারা জারি করা।
অনলাইনে আধার কার্ডে স্বাক্ষর ভেরিফিকেশন করার পদ্ধতি?
প্রথমে, আপনার ই-আধার ডাউনলোড করুন।
তারপর UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
সেখানে “ডাউনলোড আধার” অপশনে ক্লিক করুন।
আপনার আধার নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন।
এবার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাবেন, সেটি লিখুন।
যাচাই হয়ে গেলে, আপনার ই-আধার PDF ফর্ম্যাটে ডাউনলোড হবে।
এবার Adobe Reader-এ PDF খুলুন
ডাউনলোড করা ই-আধার অ্যাক্সেস করতে Adobe Reader বা যেকোনও PDF রিডার ব্যবহার করুন।
যদি আপনার Adobe Reader না থাকে, তাহলে আপনি Adobe-এর অফিসিয়াল সাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন।
মনে রাখতে হবে, পিডিএফ খুলতে আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এটি আপনার নামের প্রথম চারটি অক্ষর (বড় হাতের অক্ষরে) এবং তারপরে আপনার জন্ম সাল দিয়ে তৈরি পাসওয়ার্ড।
তারপর আধার পিডিএফ খোলা হয়ে গেলে, স্বাক্ষর বৈশিষ্ট্য বা বৈধতা অজানা লেখা একটি অপশন খুঁজুন।
এটিতে ডান-ক্লিক করুন এবং “স্বাক্ষর বৈশিষ্ট্য দেখান” সিলেক্ট করুন।
সার্টিফিকেট নিশ্চিত করার জন্য নতুন উইন্ডোতে, “সার্টিফিকেট দেখান” অপশনে ক্লিক করুন।
নিশ্চিত করুন যে সার্টিফিকেটটি “NIC Sub-CA, National Informatics Centre” দ্বারা জারি করা হয়েছে।
সার্টিফিকেটটি যাচাই করা হলে, আপনার আধার কার্ডের ডিজিটাল স্বাক্ষর যাচাই করা হবে।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.