লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আধার কার্ড কতবার আপডেট করা যায়? কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম জানা আছে তো

Updated on:

আধার কার্ডে ভুল থাকলে নানা সমস্যায় পড়তে পারেন। বর্তমানে, এই নথি সব ধরনের কাজে গুরুত্বপূর্ণ। শুধু পরিচয়পত্র হিসাবে নয়, যেকোনো সরকারি প্রকল্প বা যাচাইকরণের কাজ হলে এটির দরকার পড়ে। কিন্তু, তাতে যদি ভুল থাকে তাহলে সেই কাজ আটকে যায়। পাশাপাশি নতুন ঠিকানা বা নাম পরিবর্তন হলেও আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হয়।

আধার কার্ড কতবার আপডেট করা যায় সেই বিষয়ে অনেকেই জানেন না। এই নিয়ে বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সরকারের এই নিয়ম জেনে রাখা উচিত সকলের। UIDAI এই পরামর্শ অনুযায়ী, ১০ বছর হয়ে গেলে আধার কার্ড আপডেট করা জরুরি। এটি অনলাইন / অফলাইন দু’ভাবেই করা যায়।

READ MORE:  সাধ্যের মধ্যে ভাল স্মার্টফোন কেনার ইচ্ছা? Google Pixel 8a-এর দাম ব্যাপক কমল

কতবার আধার কার্ড আপডেট করতে পারবেন?

আপনি আপনার আধার কার্ডের জন্ম তারিখ শুধুমাত্র একবারই পরিবর্তন করতে পারবেন।

আপনি আপনার নাম কেবল দু’বার আপডেট করতে পারবেন।

আপনার মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের কোনও সীমা নেই। আপনি যতবার প্রয়োজন ততবার এগুলি আপডেট করতে পারেন। তবে, UIDAI এই আপডেটগুলির জন্য নির্দিষ্ট ফি চার্জ করে। যদিও সেই পরিষেবাটি ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বিনামূল্যে।

READ MORE:  খসবে না ১ টাকাও, সহজেই SMS পাঠিয়ে করুন প্যান-আধার লিঙ্ক, রইল পদ্ধতি

কত দিনে আধার কার্ড আপডেট হয়?

UIDAI, সাধারণত ৩০ দিনের মধ্যে আধার তথ্য আপডেট করার অনুরোধ অনুমোদন করে থাকে। তবে কিছু আপডেট হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপডেট প্রক্রিয়া চলাকালীন যদি আপনি কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে UIDAI-এর হেল্পলাইন ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা নিকটবর্তী আধার সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  এই দিন থেকে শুরু Apple WWDC 2025 ইভেন্ট, iPhone 17 Air সহ আর কি কি চমক থাকবে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.