আধার কার্ড কতবার আপডেট করা যায়? কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম জানা আছে তো
আধার কার্ডে ভুল থাকলে নানা সমস্যায় পড়তে পারেন। বর্তমানে, এই নথি সব ধরনের কাজে গুরুত্বপূর্ণ। শুধু পরিচয়পত্র হিসাবে নয়, যেকোনো সরকারি প্রকল্প বা যাচাইকরণের কাজ হলে এটির দরকার পড়ে। কিন্তু, তাতে যদি ভুল থাকে তাহলে সেই কাজ আটকে যায়। পাশাপাশি নতুন ঠিকানা বা নাম পরিবর্তন হলেও আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হয়।
আধার কার্ড কতবার আপডেট করা যায় সেই বিষয়ে অনেকেই জানেন না। এই নিয়ে বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সরকারের এই নিয়ম জেনে রাখা উচিত সকলের। UIDAI এই পরামর্শ অনুযায়ী, ১০ বছর হয়ে গেলে আধার কার্ড আপডেট করা জরুরি। এটি অনলাইন / অফলাইন দু’ভাবেই করা যায়।
কতবার আধার কার্ড আপডেট করতে পারবেন?
আপনি আপনার আধার কার্ডের জন্ম তারিখ শুধুমাত্র একবারই পরিবর্তন করতে পারবেন।
আপনি আপনার নাম কেবল দু’বার আপডেট করতে পারবেন।
আপনার মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের কোনও সীমা নেই। আপনি যতবার প্রয়োজন ততবার এগুলি আপডেট করতে পারেন। তবে, UIDAI এই আপডেটগুলির জন্য নির্দিষ্ট ফি চার্জ করে। যদিও সেই পরিষেবাটি ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বিনামূল্যে।
কত দিনে আধার কার্ড আপডেট হয়?
UIDAI, সাধারণত ৩০ দিনের মধ্যে আধার তথ্য আপডেট করার অনুরোধ অনুমোদন করে থাকে। তবে কিছু আপডেট হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপডেট প্রক্রিয়া চলাকালীন যদি আপনি কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে UIDAI-এর হেল্পলাইন ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা নিকটবর্তী আধার সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
This website uses cookies.