আবর্জনা ভর্তি নোংরা নালায় ডুবে গেছে গরু, অবলাকে কোলে তুলে রক্ষা করলেন তরুণ! প্রশংসা নেট পাড়ার
সোশ্যাল মিডিয়ায় (Social media ) মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে। সেই ঘটনাগুলিকে ভাইরাল ঘটনা বলা যায় কারণ সেগুলি জনপ্রিয়তা পাওয়ার কারণেই সবার কাছে যায়। আর জনপ্রিয়তা পাওয়ার মতোই বিষয় হয়ত। এই সমস্ত ঘটনা দেখলে মন ভালো হয়, বলা যায় মন ভারাক্রান্ত হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে মানুষের তৈরি করা আবর্জনায় ভরা এক নালায় ডুবে গেছে এক অবলা গরু। নড়তে চড়তেও পারছেন সে। কারণ তার করার কিছুই নেই। ক্রমেই তার শরীর গেঁথে যাচ্ছে নোংরা আবর্জনায়।
গরুটিকে সাহায্য করতে ততক্ষণে এগিয়ে এসেছেন বেশ কিছু মানুষ। প্রথমে তাকে দড়ি ধরে তোলার চেষ্টা করা হলেও তাতে অসমর্থ্য হয় সবাই। কিন্তু অবলা প্রাণীটির কষ্ট সহ্য হয়নি এক তরুণের। গরুটিকে বাঁচাতে আবর্জনায় ভরা নর্দমায় নেমে পড়ে সে। মানুষটিকে দেখে মনে হয় তে একটু সাহস পেয়েছিল গরুটিও।
এরপর গরুটাকে পাঁজা কোলা করে তোলার চেষ্টা করেন ওই যুবক। অত্যন্ত সহজসাধ্য ছিল না বিষয়টা। যথেষ্ট কসরত করতে হয় তাকে। কিন্তু পারেননি। এরপর দড়ি দিয়ে বেঁধে বাঁশ দিয়ে ঠেলে গরুটিকে তোলেন তিনি। অবশ্যম্ভাবী এই মানবিক ঘটনার ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ইনস্টাগ্রামে ‘ভিরা সিংহম’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই মানবিক ভিডিওটি ইতিমধ্যেই ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.