আমজনতার জন্য দারুণ ফোন আনছে ভিভো, থাকবে শক্তিশালী ব্যাটারি
Vivo তাদের Y সিরিজের অধীনে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে থাকে। গত বছর মার্চে সংস্থা Y03 নামে একটি বাজেট ফোন এনেছিল। আর এখন সেটির আপগ্রেড ভার্সনের উপর কাজ শুরু হয়েছে। Vivo Y04 চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে লঞ্চ হতে পারে। স্মার্টফোনটি TRDA, CQC ও NCC সহ একাধিক সার্টিফিকেশন সাইট দেখা গিয়েছে, যা ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে এনেছে।
ছবিতে Vivo Y04 দুটি রঙের বিকল্পে দেখা গিয়েছে —ম্যাট ফিনিশ সহ গাঢ় সবুজ ভেরিয়েন্ট এবং গ্লাস ব্যাক সহ পার্পল ভেরিয়েন্ট। ক্যামেরা ডিপার্টমেন্ট দেখতে খুবই বেসিক। পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি সেন্সর রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ফোনটি অনেকটা Samsung Galaxy S25 Edge-এর মতো দেখতে লাগছে।
Vivo Y04-এর নীচের প্রান্তে একটি হেডফোন জ্যাকের পাশাপাশি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান। স্পিকার গ্রিলটি রয়েছে শীর্ষে। সিম ট্রে বাম দিকে রাখা হয়েছে। ফোনের সামনে, সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ যুক্ত ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮০ মিমি x ১৭০ মিমি।
NCC ডেটাবেসে Vivo Y04 স্মার্টফোনের ব্যাটারি লিস্টেড ছিল। এটি একটি লিথিয়াম-আয়ন সেল ব্যাটারি (মডেল নম্বর BA61), যার রেটেড ক্যাপাসিটি ৫,৩৮০ এমএএইচ এবং টিপিক্যাল ক্যাপাসিটি হল ৫,৫০০ এমএএইচ। ওই ডাটাবেসে একটি পাওয়ার অ্যাডাপ্টার (মডেল নম্বর V1530L0B0-US) রয়েছে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.