আম্বানির অ্যান্টিলিয়া না বুর্জ খালিফা! সবথেকে দামি বিল্ডিং কোনটি?
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি। তবে আপনি কি জানেন, মুকেশ আম্বানির ২৭ তলা বাড়ি অ্যান্টিলিয়ার (Antilia) নির্মাণ খরচ এতটাই বেশি, যে বুর্জ খলিফাকেও হার মানিয়ে দিয়েছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটিই সত্যি।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি মুম্বাইয়ের অল্টামাউন্ট রোডে তার স্বপ্নের বাসভবন অ্যান্টিলিয়া নির্মাণ করেছিলেন। জানলে চমকে উঠবেন, তার এই বাড়ি নির্মাণ করতে খরচ হয়েছে ১৭,৪০০ কোটি টাকা। এদিকে বুর্জ খলিফা ২০১০ সালে উদ্বোধন করা হয়, যা নির্মাণ করতে খরচ পড়েছিল মাত্র ১৩,০৫০ কোটি টাকা। অর্থাৎ, উচ্চতা এবং আকর্ষণীয় স্থাপত্যের দিক থেকে বুর্জ খলিফা বিশ্বের শীর্ষে থাকলেও, তা খরচের দিক থেকে অ্যান্টিলিয়াকে হার মানাতে পারেনি।
বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, অ্যান্টিলিয়া বাড়িটিকে ডিজাইন করেছিল আন্তর্জাতিক ফার্ম Perkins & Will। মুম্বাইয়ের বুকে এই ২৭ তলা বাড়িটির উচ্চতা রয়েছে ১৭৩ মিটার। বাড়িটি ৪ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত। এমনকি এই বাড়িটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যা ৮ রিক্টার স্কেলের ভূমিকম্পেও কোনরকম ক্ষতি হবে না।
অ্যান্টিলিয়ার ভিতরে রয়েছে ৮০ সিটের একটি প্রাইভেট সিনেমা হল, নয়টি সুপারফাস্ট লিফট, তিনটি হেলিপ্যাড, বিলাসবহুল সেলুন, জিম, সুইমিং পুল, বরফে ঢাকা “স্নো রুম”, ১৬ টির বেশি গাড়ি পার্কিং এবং কুলিং সিস্টেম। এই বাড়িটি শুধু একটি বাড়ি নয়, বরং বিলাসবহুল এক পারিবারিক আশ্রয়স্থল, যা এক কথায় রাজপ্রাসাদ।
এদিকে বুর্জ খলিফার উচ্চতা প্রায় ৮২৮ মিটার। এটি ১৬৮ তলার একটি বিরাট বিল্ডিং। এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিল্ডিংটি নির্মাণ করেছিল EMAAR Properties এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ছিল Bill Baker।
এই বিল্ডিংটিতে মিক্সড-ইউজ বিল্ডিং – রেসিডেন্স, অফিস, হোটেল, সবই একসাথে রয়েছে। এমনকি বিশ্বের সবথেকে দ্রুতগতির লিফট রয়েছে এই বিল্ডিংটিতে। যেটি ঘন্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত চলে। জানলে চমকে উঠবেন, এই লিফটটি ৬০ সেকেন্ডেই পৌঁছে দেয় ১২৪ তলায়।
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, অ্যান্টিলিয়ার মত একটি ব্যক্তিগত আবাসন, যেটি মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরের বুকে গড়ে তোলা আলাদাই চ্যালেঞ্জ ছিল। এই বাড়িটির প্রতিটি তলার ডিজাইন আলাদা। রয়েছে বিলাসবহুল ইন্টেরিয়ার এবং মার্বেল ফিনিশ। আর এই সব কারণেই অ্যান্টিলিয়ার নির্মাণ খরচ অনেকগুণ বেশি।
প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে (Murshidabad Waqf Violence) একেবারে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়েছে।…
সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে এমন খুব মানুষই বাকি আছেন যার পিএফ (PF) অ্যাকাউন্ট নেই।…
প্রীতি পোদ্দার, মুম্বই: দেশ তথা গোটা রাজ্যের উন্নতি ঠিক তখনই সম্ভব যখন সেই রাজ্য অথবা…
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে…
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
This website uses cookies.