বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল গুটি গুটি পায়ে। 2022 সালের India Hood এখন মানুষের প্রয়োজনের কথা বলে। জনপ্রিয়তার শিখর ছোঁয়া হয়েছে কিনা জানিনা, তবে পাঠকদের হৃদয়ে আলতো স্পর্শ করেছি আমরা। খবরের বাজারে আমরাই এক এবং অদ্বিতীয় নিউজ পোর্টাল, যারা কোনও তৃতীয় শক্তির পরোয়া না করে আপনার কথাটাই সবার প্রথমে তুলে ধরে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
খবর এবং রাজনীতি, দুটোই ভিন্নক্ষেত্র। আর সেটা বুঝেই আজ পর্যন্ত গায়ে কোনও দলীয় রং লাগতে দিইনি আমরা। আগামীতেও দেব না এটাই অঙ্গীকার। নববর্ষের নতুন আমেজের সাথে সাথেই বদলাচ্ছে আপনার প্রিয় India Hood। বদলেছে লোগোও।
পাঠকের চোখ ও মনের মসৃণতাকে ধরে রাখতেই নতুন চেহারায় আমরা। তবে লোগো বদলালেও বিকোবে না আমাদের মেরুদন্ড। অতীতের ভুল ত্রুটি শুধরে আগামী দিনের পথ আরও প্রশস্ত করতেই দিনরাত এক করে খাটবে আমাদের সাংবাদিকরা। India Hood ছাড়া যে খবর হয় না সে কথা মুখে বলে বা লিখে নয়, বরং কাজে করে দেখানোই আমাদের একমাত্র লক্ষ্য।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
India Hood-র খবর কেন পড়বেন?
রাজ্য-রাজনীতির ঘোলা জল থেকে দেশের প্রতিরক্ষা, 22 গজ-ময়দানের খবর থেকে টলিউড-বলিউডের কেচ্ছা, নেট দুনিয়া থেকে একেবারে প্রযুক্তির শিকড়, বিশ্ব রাজনীতি হোক অথবা আপনার প্রয়োজনের সব খবর, সবার প্রথমে নির্ভীকভাবে সম্প্রচার করে India Hood। খবরের বাজারে বদলের হাওয়া বুঝেই সময়ের সাথে তাল মিলিয়ে চলেছি আমরা।
বাংলার প্রত্যন্ত অঞ্চলের খবর হোক কিংবা সংখ্যালঘু অত্যাচার, প্রতিক্ষেত্রেই কোনও দ্বিতীয় মতামতে কান না দিয়ে সবার আগে সঠিক খবরটা পাঠকদের কাছে তুলে ধরে India Hood। তাই বাংলা নিউজ পোর্টালের বাজারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে চাইলে ভরসা করতে পারেন আমাদের। কথা দিচ্ছি, বাকিদের থেকে এক চুল হলেও তফাৎ থাকবে।
India Hood-র পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা
নববর্ষের নতুন আলোয় আলোকিত হোক পাঠকের জীবন। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের পরিবার। নতুন বছরের প্রতিটা দিন আর পাঁচটা দিনের থেকে আলাদা ভাবেই কাটুক আমজনতার। সমাজের দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মুখের হাসি চওড়া হোক এটাই আমাদের কামনা। বেঁচে থাকুক মনুষ্যত্ব। India Hood পরিবারের তরফে সকলকে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন।