আর দু’মাসের অপেক্ষা, 5G পরিষেবা আনছে BSNL, বড় ঘোষণা জোত্যিরাদিত্য সিন্ধিয়ার
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ১ লক্ষ 4G সাইট স্থাপন করে তার কার্যক্রম চালু করা হবে মে থেকে জুনের মধ্যে। অর্থাৎ 4G থেকে 5G-তে পা রাখতে আর বেশি সময় খরচ করতে চায় না BSNL।
পূজা মন্ডল, কলকাতা: জুন থেকেই আরম্ভ হতে পারে 5G বাস্তবায়নের কাজ। BSNL প্রসঙ্গে এদিন বড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জোত্যিরাদিত্য সিন্ধিয়া। এই মুহূর্তে দেশজুড়ে ১ লক্ষ 4G টাওয়ার স্থাপনের পরিকল্পনায় ব্যাস্ত সংস্থাটি। ইতিমধ্যে ৭৫ হাজার সাইট বসানো হয়েছে বলে জানিয়েছে BSNL। এর পর শীঘ্রই 5G চালু করা হবে বলে জানাচ্ছে টেলিকম সংস্থাটি।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ১ লক্ষ ৪জি সাইট স্থাপন করে তার কার্যক্রম চালু করা হবে মে থেকে জুনের মধ্যে। অর্থাৎ ৪জি থেকে ৫জি-তে পা রাখতে আর বেশি সময় খরচ করতে চায় না টেলকো। জুন থেকেই শুরু হতে পারে যাবতীয় প্রস্তুতি। এদিন এক্স হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ আপডেটও প্রকাশ টেলি বিভাগ। জানা গিয়েছে, বিএসএনএল-এর পরিষেবা উন্নত করার জন্য ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
টেলি বিভাগে বরাদ্দ তহবিল থেকে এই টাকা দিয়ে বিএসএনএলের নেটওয়ার্ক পরিকাঠামো উন্নত করা হবে। ইতিমধ্যে ৩জি পরিষেবা বন্ধ করেছে সংস্থা। দেশজুড়ে দ্রুত ৪জি উপলব্ধ করে ৫জি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বিএসএনএল। টেলিকম সার্কেলগুলিতে নেটওয়ার্ক পরিষেবার মান উন্নত করার জন্য এই টাকা ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, দু’বছরের বেশি হয়ে গেল ৫জি চালু করেছে জিও এবং এয়ারটেল। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে পরিষেবার গতি দ্রুত বাড়াতে হচ্ছে বিএসএনএলকে। গত বছর মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় অনেকে জিও, এয়ারটেল ছেড়ে বিএসএনএলে আসেন। কিন্তু, দুর্বল নেটওয়ার্ক, কল ড্রপের সমস্যা, অনুপলব্ধ উচ্চ গতির ৪জি-৫জি ইত্যাদি কারণে বহু গ্রাহক ছেড়ে যান বিএসএনএল।
তবে তা সত্ত্বেও গ্রাহক যোগদানের সংখ্যায় গত কয়েক মাসে ভালো বৃদ্ধি হয়েছে বিএসএনএলের। যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত গতির ৪জি ও ৫জি পরিষেবা চালু করার চেষ্টায় রয়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর।
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতে সড়ক দুর্ঘটনা নতুন মাইলফলক স্পর্শ করছে। বিশেষ করে…
স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover…
বর্তমান বাজারে চাকরির প্রতিযোগিতা এতটাই তীব্র যে সরকারি চাকরি পাওয়া একপ্রকার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি শিক্ষাখাতে কেরিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে মিলতে চলেছে সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মানুষ। অবশেষে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ (Best IPL XI) ঘোষণা…
This website uses cookies.