আহা কী আনন্দ! কুম্ভে আসার স্বপ্ন পূরণ হয়েছে, আনন্দে নাচ বৃদ্ধ দম্পতির

ভারতবর্ষে এই মুহূর্তে খবরের ভান্ডার মহা কুম্ভ। ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ তৈরি হয়েছে আর সেই কারণেই এই বছরের কুম্ভ বিশেষ। আর নিঃসন্দেহে এই বছরের কুম্ভ মেলা সব থেকে বেশি ঘটনাবহুল। সুঘটনা হোক দুর্ঘটনা কুম্ভে ঘটে চলেছে একের পর এক ঘটনা। কখন‌ও সেই ঘটনা মন ভারি করছে কখন‌ও আনন্দ দিচ্ছে।

কুম্ভে যাওয়া আসার পথে একাধিক দুর্ঘটনা, অজস্র মানুষের মৃত্যু যেমন চোখে জল আনতে বাধ্য করছে, তেমন কিছু মানুষের নির্ভেজাল আনন্দ দেখে মুখে চওড়া হাসি খেলে যাচ্ছে সবার। আসলে কিছু কিছু মানুষের জীবনে চাওয়া পাওয়া এতটাই সীমিত হয় যে সেগুলো দেখলে হয়তো আমাদের আনন্দ বাঁধ ভেঙে যায়।

READ MORE:  মেয়ের নির্মম অত্যাচারের শিকার মা! ভিডিও দেখে শিউরে উঠল নেটদুনিয়া

মহাকুম্ভে আসাও কারোর কারোর জীবনের স্বপ্ন ছিল। এবং সেটা বাস্তবায়িত হওয়ায় মানুষ যে জীবনে কতটা আনন্দ পায় তা বলে বোঝানো যায় না। মহাকুম্ভে এসে পূণ্য স্নান করে জীবনের স্বপ্ন পূরণ হয়েছে এক দম্পতির। ‌ আর সেই স্বপ্ন পূরণ হতেই আনন্দে একে অপরের হাত ধরে নেচে ওঠেন আশীতিপর পর ওই দম্পতি। আর সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মাধ্যমে দারুণ রকম ভাবে ভাইরাল হয়েছে।

READ MORE:  ভোজপুরি অভিনেত্রীর ভিডিও ভক্তদের হৃদয় চুরি করেছে, ভক্তরা এটি বারবার প্লে করে দেখছেন

উল্লেখ্য, এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘হক সে সিঙ্গল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই ২৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে আলোচিত ভিডিওটি। নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন ভিডিওটিতে। এত নির্ভেজাল আনন্দের মুহুর্ত দেখে যারপরনাই খুশি হয়েছেন সবাই।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একে অপরের হাত ধরে ঘুরে ঘুরে নাচছেন ওই দম্পতি। বৃদ্ধের পরনে রয়েছে সাদা রঙের জামা-প্যান্ট এবং টুপি। মহিলার গায়ে রয়েছে রঙিন শাড়ি। তাদের পোশাক থেকে বোঝা যাচ্ছে তারা মহারাষ্ট্রের বাসিন্দা। এরপর নাচ শেষে ওই মহিলা বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আর সেই মুহূর্তের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।

READ MORE:  কুম্ভের ভিড়ে এক হাতে আয়না অন্য হাতে মেকআপ বক্স ধরে স্ত্রীর সাজার ইচ্ছে পূরণ করলেন স্বামী! প্রেমকে কুর্নিশ নেটিজেনদের

 

Scroll to Top