ইদে বিরাট প্ল্যান বিজেপির, লক্ষ লক্ষ মুসলিমের কাছে পৌঁছে যাবে মোদীর বিশেষ উপহার
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রমজান মাস। চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে রমজান, যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। আর এই রমজান শেষ হলেই শুরু খুশির ইদ। বরাবরই সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ভারতীয় জনতা পার্টির। কোনো হিংসামূলক ঘটনা ঘটলেই সবার প্রথমে মুসলিমদের বিরুদ্ধে আঙুল তোলে এই দল। তবে এবার খানিক অন্য মেজাজে ভারতীয় জনতা পার্টি (Saughat E Modi Kits)।
বিজেপির বিরুদ্ধে বরাবরই মুসলিম বিদ্বেষের অভিযোগ করে বিরোধী দলগুলো। তবে সম্প্রতি এক অবাক করা কাণ্ড ঘটাল গেরুয়া শিবির। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। এর আগে কখনও যা করেনি বিজেপি, এই বছরের ইদে দেশ জুড়ে সংখ্যালঘু মুসলিমদের জন্য সেটাই করতে চলেছেন নরেন্দ্র মোদী সরকার। জানা গিয়েছে এই রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের ৩২ লক্ষ দরিদ্র মানুষের কাছে সহায়তা কিট পৌঁছে দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। হেই কিটের নাম রাখা হয়েছে ‘সৌগাত-এ-মোদী’।
সূত্রের খবর, বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী এই বিষয়ে জানিয়েছেন যে আগামী ৩১ মার্চ পবিত্র ইদ উপলক্ষে ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সৌগাত’ (উপহার) পৌঁছে দেবেন তাঁরা। এই কিটের মধ্যে সংখ্যালঘু ভাইদের পোশাকের পাশাপাশি সেমাই, ময়দা, খেজুর, শুকনো ফল এবং চিনির মতো খাদ্য সামগ্রী থাকবে। শুধু তাই নয় ওইদিন জেলা পর্যায়ে ইদ মিলন অনুষ্ঠানেরও আয়োজনও করবে সংখ্যালঘু মোর্চা।
বিজেপির এই নয়া উদ্যোগে সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। কারণ যেখানে পদ্ম শিবির বরাবরই এই মুসলিম সমাজকে উপেক্ষা করে আসে বলে অভিযোগ, সেখানে হঠাৎ করে কীভাবে এতটা পরিবর্তন এবং উদারতা চলে আসল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি সবটাই ভোট বাড়ানোর নয়া ইঙ্গিত? এদিকে বিরোধীদের সমালোচনায় চুপ থাকেনি বিজেপির শিবির। তাঁরা জানিয়েছেন ঈদের মতো এক প্রধান মুসলিম উৎসবে অনেক দরিদ্র মুসলিমরা রয়েছেন যারা অর্থের অভাবে ঠিকভাবে উৎসব পালন করতে পারে না, তাই তাদের জন্য এই কিটটি না হয়েছে। তারাও যেন উৎসব আনন্দের সাথে উদযাপন করতে পারে।
এছাড়াও গেরুয়া শিবিরের আরও দাবি করছে যে, সৌগাত-এ-মোদী- র মাধ্যমে সকল মুসলিম ভাইদের ভ্রাতৃত্বের বার্তা এবং প্রধানমন্ত্রী মোদীর ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর মন্ত্র ছড়িয়ে দিতে চান। তবে এই উপহার শুধু ইদ এই সীমাবদ্ধ থাকবে না। ‘সৌগাত-এ-মোদী’ প্রচার অদূর ভবিষ্যতে গুড ফ্রাইডে, ইস্টার এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবে-পরবেও দরিদ্র মানুষদের মধ্যে বণ্টন করা হবে।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.