ইয়ামাহা-সুজুকি ভুলে যাবেন, সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত মেড-ইন-ইন্ডিয়া বাইক আসছে দেশে | Aprilia Tuono 457 India Launch Soon

Aprilia Tuono 457 ভারতে লঞ্চ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই স্ট্রিট নেকেড মোটরসাইকেল সংস্থার সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক, Aprilia RS 475 এর উপর ভিত্তি করে তৈরি। শুনলে অবাক হবেন যে বাইকটির দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থাকবে বলে মনে করা হচ্ছে। অনুমান সত্যি হলে, এটি কিনতে ফুল ফেয়ার্ড সংস্করণের তুলনায় প্রায় ২০,০০০ টাকা কম খরচ হবে। ভারতের মাটিতেই উৎপাদন হবে বলে জানা গিয়েছে।

READ MORE:  Mahindra Scorpio N Carbon Edition Launched: গাড়িপ্রেমীদের ঘুম উড়বে! মোহময়ী রূপে লঞ্চ হল Mahindra Scorpio N Black এডিশন | Mahindra Scorpio N Carbon Edition Price

স্টাইলিং ও রাইডিং পজিশনের নিরিখে, RS 457 থেকে অনেকটা আলাদা Tuono 457। এক কথায় বলতে গেলে, এটির নেকেড ভার্সন। ফেয়ারিং অনুপস্থিত থাকার ফলে আরও সোজা ও আরামদায়ক রাইডিং পজিশন মিলবে। ফ্রন্ট ডিজাইন আকর্ষণীয় করে তুলেছে ট্রিপল ফুল-এলইডি হেডল্যাম্প ক্লাস্টার। বাইকটি পিরানহা রেড এবং পুমা গ্রে কালার অপশনে উপলব্ধ হবে।

হাই-পারফরম্যান্স নিশ্চিত করতে, এপ্রিলিয়া তাদের Tuono 457 বাইকে ৪৫৭ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন রেখেছে। এটি ৪৭.৫৫ পিএস পাওয়ার এবং ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা আছে। বি-ডিরেকশনাল কুইকশিফটার অপশনাল হিসাবে থাকবে। ফিচার্সের মধ্যে ফুল-এলইডি লাইটিং, ব্লুটুট কানেক্টিভিটি সহ কালার টিএফটি কনসোল, সুইচেবল এবিএস, রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল উল্লেখযোগ্য।

READ MORE:  পরিবার নিয়ে কষ্টের দিন শেষ, চার লাখের মধ্যেই পাবেন সাত আসনের বড় গাড়ি

প্রিমিয়াম মোটরসাইকেল হওয়ার কারণে, এপ্রিলিয়ার নতুন মডেলে অত্যাধুনিক হার্ডওয়্যার সেটআপ থাকছে। সাসপেনশনের দায়িত্ব সামলাতে রয়েছে প্রি-লোড অ্যাডজাস্টেবল USD (আপসাইড ডাউন) ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক। দুই চাকায় ডিস্ক ব্রেক বর্তমান। ১৭ ইঞ্চির চাকা থাকছে উভয় প্রান্তে। ফ্রন্ট ও রিয়ার টায়ার যথাক্রমে ১১০ এবং ১৫০ সেকশনের।

READ MORE:  Maruti Suzuki Alto K10 Features: মার্চের শুরুতেই ধাক্কা! দাম বাড়ল মধ্যবিত্তের ফেভারিট Maruti Alto K10 গাড়ির | Maruti Suzuki Alto K10 Price
Scroll to Top