উচ্চ মাধ্যমিকের আগে WBCHSE-এর কড়া সিদ্ধান্ত, এই ভুল করলেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, চলবে ১৪ই মার্চ পর্যন্ত। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। তবে এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার নথিভুক্তি নিয়ে জটিলতা রয়ে গেছে। দীর্ঘদিন সময় দেওয়া সত্ত্বেও অনেক স্কুল এখনো প্র্যাকটিকাল পরীক্ষার নাম্বার আপলোড করতে পারেনি বা ভুল নাম্বার আপলোড করেছে।
এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। WBCHSE জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করা না হলে প্রত্যেকটি পরীক্ষার্থীকে ১০০০ টাকা করে জরিমানা করতে হবে।
২০২৪ সালের ২রা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রথমবার পোর্টাল খুলে দেওয়া হয়েছিল প্রাক্টিক্যাল নাম্বার আপলোড করার জন্য। কিন্তু বহু স্কুল সময়ের মধ্যে নাম্বার আপলোড করতে পারেনি। এরপর জানুয়ারি মাসেও আরও ১০ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। তাতেও সমস্যার সমাধান হয়নি। অনেক স্কুল ভুল নাম্বার আপলোড করেছে বা নাম্বার আপলোডই করেনি।
এই পরিস্থিতিতে WBCHSE চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, ২০ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করার জন্য শেষবার পোর্টাল খুলে দেওয়া হবে। যেসব স্কুল এখনো নাম্বার আপলোড করেনি তাদের এই সময়সীমার মধ্যে আপলোড করতে হবে। ভুল নাম্বার আপলোড হলে সংশোধনেও সুযোগ থাকবে। তবে এবার নাম্বার আপলোড না হলে প্রত্যেক পরীক্ষার্থীকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
WBCHSE-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ডিসেম্বর মাস থেকে এই নিয়ে তৃতীয়বার পোর্টাল খোলা হয়েছে। বারবার নাম্বার আপলোডের সুযোগ দেওয়া হচ্ছে। তবুও অনেক স্কুল এই কাজ করছে না। এবার আর কোনরকম ছাড় দেওয়া হবে না। ফেব্রুয়ারির মধ্যে নাম্বার আপলোড না করা হলে পরীক্ষার্থী প্রতি ১০০০ টাকা জরিমানা দিতে হবে।”
তিনি আরো বলেন, “এবার আর কোন অজুহাত চলবে না। পরীক্ষার মাত্র ১০ দিন আগে শেষ সুযোগ দেওয়া হবে। এবার যদি কেউ নাম্বার আপলোড না করে তাহলে করা শাস্তির মুখোমুখি হতে হবে।”
কিছুদিন আগে WBCHSE এর সেমিস্টার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টানো হয়। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.