উথাল পাথাল বঙ্গোপসাগর, সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা
প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল সকাল তখনও ঘুম কাটেনি রাজ্যবাসীর। আর এর মাঝেই কেঁপে উঠল গোটা কলকাতা। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন (Earthquake) অনুভূত হল মঙ্গলবার সকালে। যদিও এর উৎসস্থল কলকাতার অদূরেই। কেঁপে উঠল বাংলাদেশও।
জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। যার উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। জানা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে আর এই কম্পন অনুভূত ছবি প্রকাশ্যে এনেছে জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র। ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে সমুদ্রে ওই কম্পনের উৎসস্থল বলে জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা থেকে কম্পনস্থলের উৎসস্থল এর দূরত্ব ৩৩০ কিলোমিটার।
এছাড়াও প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর শিরোনামে উঠে আসেনি। কিছু দিন আগে জানুয়ারি মাসে ভোরবেলা কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা দেশ। সেই বার উৎসস্থল ছিল নেপালে। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। এবং নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। কম্পন টের পাওয়া গিয়েছিল ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে চিন, ভুটানেও।
আবার সেই কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূকম্পনের কেন্দ্রস্থল। আজকের ভূমিকম্প নিয়ে এখনও পর্যন্ত সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতায় সেভাবে ভূমিকম্প না হলেও কলকাতার আশপাশে একাধিক ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।
সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কী বেসরকারি সেক্টরে চাকরি করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ভারতীয় আর্মিতে যোগ দিতে চান, তাদের জন্য আজকের…
ভারতীয় রেলে ভুয়া টিকিট পরীক্ষকদের (TTE) প্রতারণা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন প্রযুক্তি ও নিয়ম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
This website uses cookies.