এই অভ্যাসেই বাড়ছে শিশুদের হৃদরোগের সমস্যা! জেনে নিন কীভাবে এড়াবেন বিপদ?
এই অভ্যাসেই কারণেই কি বাড়ছে শিশুদের হৃদরোগের সমস্যা? বর্তমান সময়ে দাঁড়িয়ে সবাই ইন্টারনেটে মজে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই এখন মজে মোবাইল, ল্যাপটপের নেশায়। এখন আর বাচ্চাদের বিকেলে খেলতে যাওয়ার সেই অমোঘ আকর্ষণ আর নেই। বন্ধুদের সঙ্গে বন্ধুদের গল্প করার সেই টান নেই। এখন সবাই মজে মোবাইলে।
জন্ম ইস্তক শিশুর চোখের সামনে মোবাইল খুলে দিচ্ছেন বাবা-মা।ব্যস্ত জীবনে তাদের কাছেও রেহাই এই মোবাইল। চোখের সামনে মোবাইল মেলে দিলে বাচ্চাকে সামলানোর ঝক্কিও অনেকটাই কমে যায়। কিন্তু জানেন কী এর ফলে কত বড় বিপদ আসতে চলেছে!
আসলে আপাতভাবে তেমন বিপদ দেখা না গেলেও গবেষণা বলছে দীর্ঘ সময় ব্যাপী মোবাইলের স্ক্রিনে চোখ রাখলে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে অতিরিক্ত স্ক্রিনে চোখ রাখলে উচ্চ রক্তচাপের ওপর গভীর প্রভাব পরে। চিকিৎসকরা এই বিষয়ে বলছেন, রিলগুলি সমানে স্ক্রল করার ফলে মানসিক উদ্দীপনা এবং রক্তচাপ তৈরি হয়। যার ফলে অতিরিক্ত সতর্ক হয়ে পড়ে মস্তিষ্ক। এর ফলে উচ্চ হৃদস্পন্দন এবং অ্যাড্রিনালিনের মাত্রা বৃদ্ধি পায়।
এছাড়াও স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করে। সেইসঙ্গে রিল দেখার সময় মানুষ বসে থাকার কারণে কমে যায় শারীরিক কার্যকলাপ। যার ফলে স্থূলতা দেখা দেয়। যার ফলে বেড়ে যায় উচ্চ রক্তচাপ। এর থেকে মুক্তি পেতে আপনার স্ক্রিনের সময়কে বেঁধে দিন।
নিয়মিত ব্যায়াম করুন। ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগে কম্পিউটার, মোবাইল বা অন্য যেকোনও জিনিস ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন। রাতে ঘুমানোর সময় ইলেকট্রনিক গ্যাজেট গুলি পাশে রাখবেন না।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করতে চান? মোটা অঙ্কের লোভে চটজলদি কোনও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করলেন বিরাট কোহলি (Virat Kohli)! সম্প্রতি BCCI-র…
পড়ে গিয়েছে গরম। শরীর ঠান্ডা রাখতে বৃদ্ধি পাচ্ছে এসির ব্যবহার। কিন্তু, এই যন্ত্র ব্যবহারের সময়…
স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান অনেকেই, কিন্তু সঠিক আইডিয়া খুঁজে পান না। গরমকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার বিষয়ে কিছুই জানতেন না অভিজ্ঞ ভারতীয় তারকা…
Tecno শীঘ্রই Spark 40 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে সংস্থার তরফে এখনও কোনও লঞ্চের…
This website uses cookies.