এই ইলেকট্রিক স্কুটারটি 10,000 কম দামে পাওয়া যাচ্ছে, কোম্পানি দিয়েছে বড় উপহার, অবিলম্বে চেক করুন
বৈদ্যুতিক যানবাহন সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্ব ইভি দিবস পালিত হয়। সেই উপলক্ষে দেশীয় বৈদ্যুতিক যানবাহন উত্পাদনকারী সংস্থা গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি তাদের একটি স্কুটারে বাম্পার ছাড় দিয়েছে। কোম্পানি Ampere Magnus-এ ছাড় ঘোষণা করেছে।
কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এটা এখন অনেকেই হয়তো জানেন যে দেশে বৈদ্যুতিক টু-হুইলার বিভাগে উচ্চ চাহিদা রয়েছে এবং বৈদ্যুতিক স্কুটারের বিক্রিও ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এই সুযোগকে কাজে লাগাতে কোম্পানি তাদের একটি স্কুটার সস্তা করার ব্যাপারে ঘোষণা করেছে।
কোম্পানি তার ইলেকট্রিক স্কুটার অ্যাম্পিয়ার ম্যাগনাসে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। বর্তমানে এই ইলেকট্রিক স্কুটারের দাম ৯৪,৯০০ টাকা হলেও এখন দশ হাজার টাকা ছাড়ের পর এই ইলেকট্রিক স্কুটারটি ৮৪,৯০০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে।
এই ইলেকট্রিক স্কুটারটি দু’টি ভেরিয়েন্টে পাওয়া যায়। ম্যাগনাস এক্স এবং ম্যাগনাস লে. কোম্পানি ৫ টি রঙের বিকল্প সহ এই বৈদ্যুতিক স্কুটারটি চালু করেছে। বিশেষ ফিচারের কথা বললে, এই ইলেকট্রিক স্কুটারটি মাত্র ১০ সেকেন্ডে ০=৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি ধরতে পারে। স্কুটারটিতে পাওয়ার হাব মোটর রয়েছে। এর পাশাপাশি রিভার্স মোডের অপশনও রয়েছে। এ ছাড়া এর বিশেষ ফিচার হচ্ছে রিমুভেবল ব্যাটারি অপশন। স্কুটারটিতে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। স্কুটারে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা পাঁচ অ্যাম্পিয়ারের সকেট থেকে বাড়িতে চার্জ করা যাবে। সংস্থার দাবি, একবার চার্জে তিন দিন চলতে পারবে এই স্কুটার। টপ স্পিড ৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.