এই ছোট্ট একটা ভুলে লাইসেন্স হবে বাতিল! আজ থেকে বদলে গেল ট্রাফিক নিয়ম
সৌভিক মুখার্জী, কলকাতা: যত দিন গড়াচ্ছে, তত সড়ক দুর্ঘটনা মাথাচড়া দিয়ে উঠছে। আর এর প্রধান কারণ ট্রাফিক আইন মেনে না চলা। এবার তা মোকাবিলা করতে ভারত সরকার নতুন কিছু সিদ্ধান্ত (New Traffic Rule) নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছর থেকে ট্রাফিক আইন আরো কঠোর হতে চলেছে। হ্যাঁ ঠিক শুনেছেন। যদি আপনি ট্রাফিক আইন না মানেন, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে।
সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, যদি কোন গাড়ির চালক চালান কাটার পর সময়মতো সেই চালান জমা না দেন, তাহলে তার লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে। যদি ই-চালান তিন মাসের বেশি সময় ধরে জমা না দেওয়া হয়, তাহলে আইন প্রয়োগ করে সংস্থাগুলি সরাসরি তার লাইসেন্স বাতিল করে দেবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তাই এখন থেকে গাড়ি চালানোর সময় সতর্ক হওয়া জরুরী।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, যদি কোন চালক এক বছরে তিনটি বা তার বেশি ট্রাফিক নিয়ম ভাঙেন, তাহলে তার লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। ফলে তার জন্য আর গাড়ি চালানো সম্ভব হবে না। সরকারি সূত্র বলছে, চালান কাটা এবং জরিমানা আদায় সম্পর্কে এখন থেকে আরো কড়া নজরদারি করা হবে।
সরকার মনে করছে, ই-চালান সিস্টেমের মাধ্যমে যত দ্রুত সম্ভব চালান আদায় করতে হবে। গত কয়েক বছর ধরে এই নতুন নিয়মের মাধ্যমে ৪০% মত ফাইন আদায় করা হয়েছে, যা খুবই কম। এবার এই সমস্যা সমাধান করতে সরকার নতুন সিদ্ধান্তের পথে হেঁটেছে বিভিন্ন রাজ্যে। বিশেষত দিল্লিতে চালান আদায় করার হার এখন অনেকটাই কম।
বর্তমানে সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার তো থাকছেই। পাশাপাশি চালানের কথা গাড়ির মালিকদের অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রতি মাসে। যারা তাদের চালান জমা দেননি, তাদের জন্য স্মার্ট অ্যালার্ম পাঠানো হবে তাদের ফোনে।
শুধু এখানেই শেষ নয়। দিল্লি ট্রাফিক পুলিশের হাতে এখন নতুন AI-সক্ষম 4D রাডার-ইন্টারসেপ্টর দেওয়া হয়েছে। এটি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর, সিট বেল্ট না পড়া অথবা মোবাইল ফোন ব্যবহার করা, ইত্যাদি নিয়ম ভাঙার ক্ষেত্রে অবদান রাখবে। জানা যাচ্ছে, এই পদ্ধতির মাধ্যমে কোন মানুষের হস্তক্ষেপ ছাড়াই আইন ভঙ্গকারী চালকদের সনাক্ত করা যাবে।
সরকারের উদ্দেশ্য হল, বিদ্যুৎ এবং সময়ের অপচয় রোধ করা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সড়ক দুর্ঘটনা রোধ করা। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও সুরক্ষিত এবং কার্যকরী করে তোলায় সরকারের মূল টার্গেট। তাই সকল চালককে পরামর্শ দেওয়া হচ্ছে, নির্দিষ্ট ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপত্তার দিকে মনোযোগ দিন এবং ড্রাইভিং লাইসেন্সকে রক্ষা করুন।
আজকের সময়ে আধার কার্ড শুধু পরিচয়পত্র নয়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর একটি। সিম কার্ড কেনা,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) এক নির্দেশেই বৃহস্পতিবার চাকরিহারা হয়েছেন রাজ্যের 26 হাজার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন গেমার? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ই-স্পোর্টস জগতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের শুরুতেই আবহাওয়াবিদরা আশঙ্কা করেছিল যে মার্চ থেকে ব্যাপক গরম পড়বে রাজ্য…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেশ স্বাধীনের জন্য যেমন একাধিক বিপ্লবী নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন ঠিক তেমনই…
সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারের এক বড়সড় আর্থিক ক্ষতির তথ্য সামনে এনেছে Comptroller and Auditor…
This website uses cookies.