এই তারিখের মধ্যে Pan-Aadhaar লিঙ্ক না করলে বন্ধ হতে পারে গুরুত্বপূর্ণ আর্থিক কাজ! জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া”
বর্তমান সময়ে ভারতের নাগরিকদের জন্য প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) এবং আধার কার্ড দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকার এই দুটি ডকুমেন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে, এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি না করলে নাগরিকদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হতে পারে।
যারা এখনো তাদের আধার নম্বরকে প্যানের সঙ্গে লিঙ্ক করেননি, তাদের জন্য কঠোর বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। যদি নির্ধারিত সময়সীমার মধ্যে সংযুক্তিকরণ না করা হয়, তাহলে সংশ্লিষ্ট প্যান কার্ডটিকে ‘নিষ্ক্রিয়’ ঘোষণা করা হবে।
যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না, কোনো রিফান্ড পাবেন না, এবং গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে অংশগ্রহণ করতেও পারবেন না। এর সঙ্গে জড়িত রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, উচ্চমূল্যের লেনদেন, এমনকি সম্পত্তি কেনা-বেচার মতো কার্যক্রমও।
এছাড়া, নিষ্ক্রিয় প্যান নম্বর থাকলে সরকার উচ্চ হারে TDS (Tax Deducted at Source) কেটে নেবে, কারণ আপনি তখন অকার্যকর করদাতা হিসাবে গণ্য হবেন।
অনেক সময় দেখা যায়, আধার ও প্যান কার্ডের তথ্যের মধ্যে সামান্য পার্থক্য থাকার কারণে সংযুক্তিকরণ প্রক্রিয়া ব্যর্থ হয়। যেমন—নামের বানানে অসঙ্গতি, জন্মতারিখে গড়মিল, অথবা লিঙ্গে ভুল তথ্য। এই ধরণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আধার সংশোধনের প্রক্রিয়া গ্রহণ করতে বলছে এবং প্রয়োজনে বায়োমেট্রিক যাচাইকরণ করার কথাও বলেছে।
এই সংযুক্তিকরণ অনলাইনে করা যায় খুব সহজেই। আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আপনার প্যান ও আধার নম্বর প্রদান করে, OTP যাচাইয়ের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। যদি দেরি করে থাকেন, তাহলে ১,০০০ জরিমানার মাধ্যমে সংযুক্তিকরণ করা যাবে।
যদিও সময়সীমা পূর্বে একাধিকবার বাড়ানো হয়েছে, এবার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সংযুক্ত না করলে আর সুযোগ দেওয়া হবে না এবং প্যান কার্ড অকার্যকর হয়ে যাবে।
রিয়েলমি তাদের নম্বর সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Realme 14T। ইতিমধ্যেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থায়ী বিচারপতি হতে চলেছেন বিচারক শুভেন্দু সামন্ত!…
স্যামসাংয়ের এবছরের সবচেয়ে প্রিমিয়াম S সিরিজের স্মার্টফোন Samsung Galaxy S25 Ultra বাজারে আসার পর থেকেই…
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, আর এই প্রতিযোগিতায় সাধারণ গ্রাহকদের জন্য একের পর…
সম্প্রতি উল্লু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘Namak’, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পরই বদলে গিয়েছে ওপার বাংলার (Bangladesh) ছবি। শান্তিতে নোবেল…
This website uses cookies.