একটা মোবাইল চার্জ দিতে মাসে ১৭০ টাকার বিদ্যুৎ! দেখুন হিসাব, চোখ কপালে উঠবে
আজকের দিনে স্মার্টফোন (Mobile Phone) আমাদের জীবনের সবথেকে অবিচ্ছেদ্য এক অংশ। ঘুম থেকে ওঠার পর প্রথমেই আমরা যে জিনিসটাকে খুঁজি, তা হল স্মার্টফোন। সকাল থেকে রাত, সোশ্যাল মিডিয়া, অনলাইন পেমেন্ট, অফিস, কল কিংবা বিনোদন, সবকিছুর সঙ্গী আমাদের এই ফোন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একটি স্মার্ট ফোন চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? এই হিসাবই আজ আমরা জানাবো।
সাধারণত বেশিরভাগ ফোনেই ৫০০০mah ব্যাটারি থাকে। আর হিসাব বলছে, ৫০০০mah ব্যাটারির ফোন প্রতিদিন একবার ০% থেকে ১০০% চার্জ করতে হয়। আর এই চার্জ হওয়ার জন্য বেশিরভাগ ফোন ৫ ভোল্টের চার্জার ব্যবহার করে।
হিসাব বলছে, একটি মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে মোটামুটি ৭৫০ ওয়াট প্রতি ঘন্টা বিদ্যুৎ খরচ হয়। এটি ০.৭৫ কিলোওয়াট প্রতি ঘন্টা আবার ০.৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের সমান।
বর্তমানে বিভিন্ন রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৭ থেকে ৮ টাকা। তাই সেই হিসাব করলে প্রতিদিন মোবাইল চার্জ দিতে ৫.৬৮ টাকা করে খরচ হয় বা তার সামান্য বেশিও খরচ হতে পারে। আর মাসে খরচ দাঁড়াচ্ছে প্রায় ১৭০ থেকে ১৮০ টাকা।
প্রথমে এমনটা শুনে অনেকেই অবাক হতে পারে যে, “এত বিদ্যুৎ খরচ!” তবে মাসিক বিলের দিক থেকে বিচার করলে এটি খুবই সামান্য পরিমাণ। কারণ একটি এলইডি বাল্ব কিংবা ফ্যানের চেয়ে মোবাইল চার্জে বিদ্যুতের খরচ অনেকটাই কম।
যদি আপনি বিদ্যুৎ বাঁচাতে চান, তাহলে কয়েকটি সহজ উপায় মেনেই আপনি বিল কমাতে পারেন। প্রথমত, অনেকেই ফোন ১০০% চার্জ হওয়ার পর চার্জারে লাগিয়ে রাখেন, যা অপ্রয়োজনে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেয়। তাই চার্জ হয়ে গেলে অবশ্যই চার্জার থেকে ফোনটিকে খুলে ফেলুন। দ্বিতীয়ত, ফার্স্ট চার্জিং প্রযুক্তি দ্রুত ব্যাটারি চার্জ করলেও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে। তাই ফার্স্ট চার্জিং কম ব্যবহার করুন।
এছাড়া নকল বা কম দামের চার্জার এড়িয়ে চলুন। কারণ সস্তায় বাজারে অনেক ডুপ্লিকেট চার্জার পাওয়া যায়। যেগুলি অনেক বেশি শক্তি গ্রহণ করে এবং ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই এখন থেকে মোবাইল চার্জ নিয়ে দুশ্চিন্তা না করে বরং বিদ্যুতের অপচয় কীভাবে রোধ করা যায়, সেই নিয়ে চিন্তা করুন।
প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর কয়েকটা মাস। তাই জনগণের নজর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ব্যাপক বাক্য-চালাচালির মাঝে লোকসভায় ওয়াকফ (Waqf) সংশোধনী বিল পেশ করেন সংখ্যালঘু…
বুধবার ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল হিউম্যান মোবাইল ডিভাইসেস (HMD)। এই দুটি নতুন…
বিগত কয়েক বছরে Apple ভারতে iPhone এর উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি করেছে। অ্যাপলের সহযোগী সংস্থা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা ৮ থেকে ৮০-র। এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি পতনের…
This website uses cookies.