একদিনে হাওয়া ১৮ হাজার কোটি! বন্ধ হয়ে যাবে IndusInd ব্যাঙ্ক? মুখ খুলল কর্তৃপক্ষ

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান ব্যাংক IndusInd Bank-এর শেয়ারের মূল্যে ভয়াবহ পতন হয়েছে। মাত্র একদিনে ২৭% দর পতনের ফলে ব্যাংকের বাজার মূল্য ১৮,০০০ কোটি টাকা কমে গেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ব্যাংকটির ডেরিভেটিভ পোর্টফোলিওতে কিছু অনিয়ম ধরা পড়ার পরই বিনিয়োগকারীদের মধ্যে চরম উন্মাদনা সৃষ্টি হয়েছে। তবে ব্যাংকের প্রোমোটার অশোক হিন্দুজা আশ্বাস দিয়েছেন যে, পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যাংক প্রস্তুত এবং প্রয়োজন হলে নতুন মূলধন বিনিয়োগ করা হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শেয়ার হোল্ডারদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই

IndusInd Bank-এর শেয়ারের পতনের পর CNBC-TV18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যাংকের প্রোমোটার অশোক হিন্দুজা জানিয়েছেন, “শেয়ার হোল্ডারদের আতঙ্কিত হওয়ার কোনরকম কারণ নেই। এগুলো স্বাভাবিক সমস্যা, যা আমাদের ম্যানেজমেন্ট ঠিকভাবে সামাল দেবে। বিনিয়োগকারীদের এখন প্রশ্ন স্বাভাবিক, কেন আগে জানানো হয়নি? ব্যাংকিং ব্যবসার ভিত্তি হল বিশ্বাস এবং সততা। আর আমরা আমাদের নীতির উপরেই অটল।”

READ MORE:  Rule Changes from 1st Feb: মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি! ১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫ নিয়ম | LPG Price to Minimum Balance in Bank 5 Rules changing from 1st February

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, ব্যাংকটির আর্থিক ভিত যথেষ্ট শক্তিশালী এবং ভবিষ্যতে যদি আরও বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, তবে তা যোগান দেবেন বলে আশ্বাস দিয়েছেন অশোক হিন্দুজা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ব্যাংকের পাশে থাকছে প্রোমোটার গ্রুপ

IndusInd Bank-এর বোর্ড এবং ম্যানেজমেন্টের উপর পূর্ণ আস্থা দিয়েছেন অশোক হিন্দুজা। তিনি জানিয়েছেন, “গত ৩০ বছরে IndusInd Bank বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই সফলভাবে সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। এবারও এর ব্যতিক্রম কিছু হবে না।” 

তিনি এখানেই থেমে থাকেননি। তিনি জানিয়েছেন, “ব্যাংকের অনিয়মের বিষয়টি কোন অডিটর বা নিয়ন্ত্রক সংস্থা এখনো ধরতে পারেনি। বরং ব্যাংক নিজেই অভ্যন্তরীণ পর্যালোচনার মাধ্যমে বিষয়টিকে চিহ্নিত করেছে এবং প্রকাশ্য এনেছে, যা ব্যাংকের স্বচ্ছতা এবং সঠিক অন্তর্বর্তী ব্যবস্থাপনার উজ্জ্বল দৃষ্টান্ত।” 

READ MORE:  8th Pay Commission: নতুন পে কমিশনে লটারি লাগবে শিক্ষকদের! বাড়তে পারে এতটা বেতন | Primary Teachers Salary Calculator

নতুন মূলধন ঢালতে প্রস্তুত হিন্দুজা গ্রুপ

IndusInd Bank-এ নিজেদের অংশীদারিত্ব ১৫% থেকে ২৬% করতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) অনুমতির অপেক্ষা করছে এখন হিন্দুজা গ্রুপ। অশোক হিন্দুজা জানিয়েছেন, “ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমতি পেলেই আমরা অবিলম্বে নতুন মূলধন বিনিয়োগ করতে প্রস্তুত।” 

তিনি এও জানিয়েছেন যে, “বর্তমান অবস্থাতে ব্যাংকের মূলধন যথেষ্ট শক্তিশালী এবং এতে কোনরকম আর্থিক সংকটের কারণ নেই।” 

পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা

ব্যাংক কর্তৃপক্ষ গত সোমবার, ১০ই মার্চ স্টক এক্সচেঞ্জে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, “ব্যাংকের ডেরিভেটিভ পোর্টফোলিওতে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যা ব্যাংকের মোট সম্পদের ২.৩৫% মত ক্ষতি করতে পারে। এই কারণে ব্যাংকের লাভের উপর ১৫০০ কোটি টাকা প্রভাব পড়তে পারে।” 

READ MORE:  Bank Share Sell: LIC, UCO সহ এই ৫ ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার অংশীদারিত্ব বিক্রি করবে কেন্দ্র! শোরগোল দেশে | Central Government Selling UCO Bank, Lic Shares

এই ঘোষণার পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে এবং ব্যাংকের শেয়ারের দর এক ধাক্কায় ২৭% নেমে গেছে।

IndusInd Bank-এর ভবিষ্যৎ কী?

ব্যাংকের উপর বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাংকের স্বচ্ছতা এবং প্রোমোটারদের আস্থা সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বেশ কিছু সংবাদমাধ্যম বলছে, বিশ্বের অনেক নামিদামি ব্যাংকও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কিন্তু তারা সফলভাবে সেই পরিস্থিতি সামাল দিয়ে উঠেছে। IndusInd Bank নিশ্চয়ই এই চ্যালেঞ্জ পার করতে পারবে। এখন দেখার বিষয়, ব্যাংকটি কত দ্রুত এই ধাক্কা সামলে উঠতে পারে এবং RBI-এর অনুমোদন কবে আসে।

Scroll to Top