একধাক্কায় সস্তা হল কাওয়াসাকি নিনজা, স্পোর্টস বাইকে মিলছে 45,000 টাকা ছাড়
গতির ঝড় তুলে হাই-পারফরম্যান্স স্পোর্টস বাইক চালানোর স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সাধ থাকলেও এই ধরনের মোটরসাইকেল কেনার সাধ্য সবার নেই। তবে ক্রেতাদের জন্য খুশির খবর শুনিয়ে একাধিক স্পোর্টস বাইকের দাম কমিয়েছে জাপানের টু-হুইলার জায়েন্ট Kawasaki। সংস্থাটি Ninja 300, Ninja 500, এবং Ninja 650-এর উপর ছাড় ডিচ্ছে। এই তিনটি মডেলের মধ্যে সবথেকে বেশি ডিসকাউন্ট পেয়েছে Ninja 500।
Kawasaki Ninja 500 কিনতে বর্তমানে ৫.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হয়। মার্চে ৪৫,০০০ টাকা ডিসকাউন্ট কুপন অফার করছে কোম্পানি, যা এক্স-শোরুম প্রাইস কমিয়ে ৪.৮৪ লক্ষ টাকায় নিয়ে এসেছে। মার্চ পর্যন্ত অফারটি চলবে বলে জানিয়েছে কাওয়াসাকি। তবে এই ছাড় এপ্রিল পর্যন্ত বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। বাইকটি তার সেগমেন্টে অন্যতম দামি মডেল হিসাবে পরিচিত। কারণ এটি সম্পূর্ণ বানিয়ে অন্য দেশ থেকে ভারতে আমদানি করছে কাওয়াসাকি।
Kawasaki Ninja 500 স্পোর্টস বাইকে ৪৫১ সিসির পাওয়ারফুল প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ৯,০০০ আরপিএম গতিতে ৪৪.৭ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ৪২.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স উপলব্ধ।
Ninja 500-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি অফার করে। ফলে বাইকের ডিসপ্লেতে মোবাইল নোটিফিকেশন সহ রাইডিং সম্পর্কিত নানা তথ্য ভেসে উঠবে। এছাড়া, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সহ ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতে সোনার দর (Gold Price) রেকর্ড স্তরের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার…
রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ Realme P3 ভারতের বাজারে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে দুটি স্মার্টফোন…
রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাসের ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাটারিই বৈদ্যুতিক যন্ত্রের প্রাণ ভোমরা। মানবদেহে হৃদপিন্ডের কর্মক্ষমতা বন্ধ হয়ে গেলে কী…
শ্বেতা মিত্র, কলকাতা: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) লাগু নিয়ে এখন দিন গুনছেন…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি আয়কর বিভাগের তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের…
This website uses cookies.