একবার রিচার্জ করলেই ১ বছর সব ফ্রি! স্বল্পমুল্যের এই রিচার্জ প্ল্যানে Jio দিচ্ছে একগুচ্ছ সুবিধা
আজকাল স্মার্টফোন ব্যবহার করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। আর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিমাসে রিচার্জ করা এক ঝামেলা হয়ে দাঁড়ায়। তাই যদি একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যায়, তাহলে সেটাই ভালো। এবার ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তেমনই একটি প্ল্যান নিয়ে আসলো, যেখানে মাত্র একবার রিচার্জ করলেই ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে।
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য বরাবরই নতুন নতুন অফার নিয়ে আসে, যা ব্যবহারকারীদের কম খরচে প্রচুর সুবিধা প্রদান করে। এবারও তার ব্যাতিক্রম হলো না। এই সংস্থার প্রিপেড প্ল্যান লাইনআপে এমন একটি প্ল্যান যুক্ত করা হয়েছে এবার, যেখানে একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যাবে। অর্থাৎ, মোবাইল রিচার্জের কোনোরকম ঝামেলা থাকবে না।
আসলে জিওর এই প্ল্যানটির মূল্য হচ্ছে ৩৫৯৯ টাকা। এই প্ল্যানের বৈধতা থাকছে ৩৬৫ দিন। অর্থাৎ পুরো ১ বছর। তাই যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প।
জিওর বার্ষিক এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাচ্ছে সেগুলি হল-
এই প্ল্যানে শুধুমাত্র কলিং বা ডেটা নয়। জিও ৯০ দিনের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও দিচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অর্থাৎ, ৩ মাস ধরে JioHotstar অ্যাপে আপনি জনপ্রিয় সিনেমা, লাইভ টিভি শো বা স্পোর্টস ইত্যাদি দেখতে পারবেন একদম ফ্রিতে। তবে এটি শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। টিভিতে দেখতে হলে আরো বেশি মুল্যের রিচার্জ করতে হবে।
এর পাশাপাশি জিও এই বার্ষিক প্ল্যানে অতিরিক্ত ৫০জিবি AI Cloud স্টোরেজের সুবিধা দিচ্ছে, যা ক্লাউড স্টোরেজ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলবে।
যারা মূলত দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজে থাকেন এবং বারবার রিচার্জের হাত থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প। বিশেষ করে স্টুডেন্ট, ফ্রিল্যান্সার বা কর্মজীবী মানুষ, যারা বাড়িতে বসে প্রচুর পরিমাণে ডেটা ইউজ করেন তাদের জন্য হতে পারে সেরা বিকল্প।
তাই যদি আপনি একবার রিচার্জ করে পুরো ১ বছরের জন্য নিশ্চিন্ত থাকতে চান, তাহলে এই প্ল্যানটি এখনই রিচার্জ করুন এবং ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকুন।
প্রীতি পোদ্দার, কলকাতা: যোগ্য অযোগ্য নির্ধারণের ঠেলাঠেলির মাঝেই নিয়োগ প্রক্রিয়া (SSC Case) সংক্রান্ত মামলায় বড়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠেই ভাগ্য ফিরল KKR-র। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে তাণ্ডব দেখিয়ে জয়ে ফিরেছে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কাঁটায় কাঁটায় যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক বছর আগে কলকাতা হাইকোর্ট আগেই ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (SSC…
সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে হাফ ছেড়ে বাঁচলো সাধারণ মানুষ। সোনা ও রুপোর দাম একেবারে তলানিতে…
ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী ৮ এপ্রিল থেকে তাদের সাতটি…
This website uses cookies.