একা পূণ্য অর্জন করব? নিজের পোষ্যকে নিয়ে মহা কুম্ভের জলে ডুব তরুণের! ভাইরাল ভিডিও

ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চলছে মহাকুম্ভের মেলা। ‌ তবে যে জায়গায় পূণ্য স্নানের প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার সেই জায়গার নাম প্রয়াগরাজের কুম্ভ মেলা। পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে পূণ্য অর্জনের নেশায় ভারতবর্ষের মানুষ কাতারে কাতারে ভিড় করছেন উত্তরপ্রদেশে।

জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে এই মেলা চলবে ফেব্রুয়ারি মাসের মহা শিবরাত্রির দিন অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই ৫০ কোটি মানুষ পা রেখেছেন প্রয়াগরাজের পূণ্যভূমিতে। মহা শিবরাত্রি দিন কোটি মানুষের ভিড় হ‌ওয়ার আশঙ্কা।

READ MORE:  আহা কী আনন্দ! কুম্ভে আসার স্বপ্ন পূরণ হয়েছে, আনন্দে নাচ বৃদ্ধ দম্পতির

কিন্তু কোন ভয়, মৃত্যু, আশঙ্কা, দুর্ঘটনা কোন‌ও কিছুই টলাতে পারছে না পুণ্যার্থীদের। যদিও এত দিন পর্যন্ত দু পেয়ে পুণ্যার্থীই দেখা যাচ্ছিল, তবে এবার দেখা মিলল চার পেয়ে পুন্যার্থীর। বলেন টা কী? চার পেয়ে? মহাকুম্ভের পুণ্য স্নান করতে অনেকেই নিজের পোষ্যক নিয়ে আসছেন।

আর এবার সোশ্যাল মিডিয়াই সেই রকমই এক পোষ্যের ভিডিও ভাইরাল হয়েছে। নিজে একা স্নান করবো পোষ্যকেও স্নান করাবো এই ইচ্ছে থেকেই বিগল প্রজাতির ওই পোষ্যকে নিয়ে জলে নামেন ওই যুবক। জলে নেমে রীতিমতো চমকে ওঠে ছোট্ট কুকুরটি।

READ MORE:  Sapna Chaudhary: ‘ইয়ার ভিলেজার’ গানে জমকালো নাচ স্বপ্না চৌধুরীর, ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে প্রথমে, তরুণ একটু জল তুলে নিয়ে কুকুরটির ঘাড়ে দেন। তার পর কুকুরটিকে স্নান করানোর জন্য তার ঘাড় ধরে জলে ডুবিয়ে দেন। আর ব্যাস জলে ডুব দিতেই হাত পা ছোঁড়া শুরু। তখন কুকুরটিকে জল থেকে তুলে ফেলেন তরুণ। তার পর তাকে কোলে নিয়ে আদর করে তার ভয় ভাঙান ওই তরুণ। সারমেয় ও তার মালিকের এমন নিঃস্বার্থ ভালোবাসা ও আনন্দঘন মুহূর্ত দেখে বেশ আনন্দ পেয়েছেন সেই সময় স্নান করতে আসা পুণ্যার্থীরা।

READ MORE:  কুম্ভ থেকে পূণ্য করে ফেরা আর হলো না, ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন

 

Scroll to Top