এক অ্যাপেই ট্রেন টিকিট বুকিং সহ PNR স্ট্যাটাস চেক, দারুন সুবিধা আনল ভারতীয় রেল
ট্রেন যাত্রীদের জন্য রয়েছে দারুণ খবর। রেল মন্ত্রক ট্রেন যাত্রীদের জন্য একটি নতুন সুপার অ্যাপ চালু করেছে। এই সুপার অ্যাপটির নাম SwaRail। অ্যাপটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)। এই অ্যাপটি ভারতীয় রেল সম্পর্কিত সমস্ত পরিষেবা এক জায়গায় দেবে। এই অ্যাপ থেকে যে যে পরিষেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে সংরক্ষিত টিকিট বুকিং, অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং, পার্সেল সম্পর্কিত অনুসন্ধান, ট্রেন এবং পিএনআর স্ট্যাটাস চেক, খাবার অর্ডার এবং রেল হেল্পের মাধ্যমে অভিযোগ জানানো। অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য বিটা ভার্সনে উপলব্ধ।
ভারতীয় রেলের নতুন সুপার অ্যাপ, SwaRail সিঙ্গেল সাইন-অন এবং সহজ অনবোর্ডিং / সাইন-আপ সহ বেশ কয়েকটি ভ্রমণ সহায়তা ফিচারের সাথে এসেছে। সিঙ্গেল সাইন-অন ফিচারের সাহায্যে ইউজাররা একটি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়েই ভারতীয় রেলের সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন। একই ডেটা এন্টার করে ব্যবহারকারীরা আইআরসিটিসি রেল কানেক্ট এবং ইউটিএস মোবাইল অ্যাপের মতো ভারতীয় রেলের অন্যান্য অ্যাপগুলিও ব্যবহার করতে পারবেন।
অ্যাপে দেওয়া সহজ অনবোর্ডিং/সাইন-আপ ফিচারটি ব্যবহারকারীদের বিদ্যমান রেল কানেক্ট এবং ইউটিএস অ্যাপ্লিকেশন থেকে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে সুপার অ্যাপ, SwaRail-এ লগ ইন করতে দেবে।
আরও পড়ুনঃ Aadhaar: আপনার আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো? কীভাবে চেক ও রিপোর্ট করবেন দেখে নিন
ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে এবং অ্যাপটিকে সহজলভ্য করতে সাইন-আপ প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। একবার লগ ইন করার পরে, ব্যবহারকারীরা এম-পিন বা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে সক্ষম হবেন। রেল মন্ত্রক এটিকে অল-ইন-ওয়ান অ্যাপ হিসাবে বর্ণনা করেছে। এতদিন পর্যন্ত সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিংয়ের পাশাপাশি ট্রেনের লাইভ স্ট্যাটাস জানার জন্য ব্যবহারকারীদের আলাদা অ্যাপের প্রয়োজন হতো। নতুন অ্যাপটি এই সমস্যাটি দূর করে সমস্ত পরিষেবা এক জায়গায় সরবরাহ করবে।
বিটা টেস্টিং স্লট পূর্ণ
এই অ্যাপটি বর্তমানে বিটা পরীক্ষার জন্য উপলব্ধ। ইন্ডিয়া টুডের মতে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই অ্যাপের জন্য বিটা পরীক্ষার স্লট পূর্ণ। অর্থাৎ আর কেউ বিটা ভার্সন টেস্ট করতে পারবে না। আশা করা যায় শীঘ্রই এর স্টেবল ভার্সন সবার জন্য চলে আসবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল যা লক্ষ লক্ষ যাত্রীদের প্রধান ভরসা। আর এবার ইতিহাসের পাতায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)! সাম্প্রতিক সময়ে ভরাডুবির…
রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে তাদের C সিরিজের নতুন স্মার্টফোন Realme C75 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই…
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইউকো ব্যাঙ্ক (Uco Bank) এবার সরকারের মালিকানা কমানোর পথে হাঁটছে। হ্যাঁ, চলতি…
This website uses cookies.