লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এক প্ল্যানে চলবে গোটা ফ্যামিলির মোবাইল, বাম্পার অফার আনল Jio

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ একটা রিচার্জ প্ল্যানে চলবে পরিবারের সবার ফোন। আনলিমিটেড ফোন কল, ইন্টারনেট, এসএমএস এসবই পাওয়া যাবে। জিওর কাছে রয়েছে এই বিশেষ রিচার্জ প্ল্যান। এর দাম কতো, কী কী সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

দারুণ প্ল্যান আনল Jio

Jio-র ফ্যমিলি রিচার্জ প্ল্যানের সাহায্যে পরিবারের একাধিক ফোন চালু রাখা যাবে। একাধিক সুবিধা রয়েছে এই রিচার্জ প্ল্যানে। তবে সবথেকে জরুরি যে প্রশ্ন, খরচ কত? আগে কোম্পানির কাছ থেকে, মানে জিওর কাছ থেকে ৪৪৯ টাকার বিনিময়ে প্ল্যানটি অ্যাক্টিভ করতে হবে। তারপর একাধিক ফোনকে এই রিচার্জ প্ল্যানের আওতায় নিয়ে আসা যাবে। যতগুলো ফোন এই রিচার্জ প্ল্যানের সঙ্গে যুক্ত হবে, খরচের পরিমাণ তত বাড়বে। ফোন প্রতি অতিরিক্ত ১৫০ টাকা। কেউ যদি ৪৪৯ টাকার রিচার্জের সঙ্গে তিনটি ফোনকে যুক্ত করে, তাহলে তাকে সব মিলিয়ে ১ হাজার ৬০ টাকা পে করতে হবে।

READ MORE:  Recharge Plan: ১০০ টাকায় ডবল ধামাকা! রিচার্জের সাথে ফ্রিতে JioHostar পাবেন জিও গ্রাহকরা | Jio Launches 100 Rupees JioHotstar Subscription Plan

কীভাবে ১ হাজার ৬০ টাকা? যদি কেউ এই রিচার্জ প্ল্যানের সঙ্গে ৩ জন অতিরিক্ত সদস্য যোগ করেন তাহলে তাকে ৪৫০ টাকা বেশি দিতে হবে। সেই হিসেবে প্ল্যানের দাম হবে ৮৯৯ টাকা। এর ওপর রয়েছে ট্যাক্স।কোম্পানির এই প্ল্যানে ১৮% জিএসটি ধার্য করা হয়, অর্থাৎ ১৬১.৮২ টাকা বেশি দিতে হবে। তার মানে মোট ১০৬০ টাকা দিতে হবে।

READ MORE:  রেশন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করতে অভিযানে নামছে খাদ্য দপ্তর, এর পরিণাম কী হবে?

জিওর ফ্যমিলি প্ল্যানে কী কী সুবিধা দেওয়া হচ্ছে?

রিলায়েন্স জিওর এই প্ল্যানের আওতায় গ্রাহকরা ৭৫ জিবি ডেটা পাবেন। প্রতিটি অ্যাড-অন সংযোগে অতিরিক্ত ৫জিবি ডেটার সুবিধা নিতে পারবেন। কেউ যদি তিনটি অ্যাড-অন কানেকশন নিয়ে থাকেন, তাহলে তিনি মোট ৯০ জিবি ডেটার সুবিধা নিতে পারবেন। এই ডেটা শেষ হয়ে যাওয়ার পর প্রতি জিবি অতিরিক্ত ডেটার জন্য ১০ টাকা খরচ করতে হবে।

READ MORE:  Recharge Plan: মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড 5G ডেটা! মিলবে প্রচুর সুবিধাও, ঘোষণা VI-র | VI 299 Rupees Plan

এছাড়াও এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা এবং জিওক্লাউডের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.