এক রিচার্জে বিনামূল্যে ৪৫০টি টিভি চ্যানেল, ঝড় তুলেছে BSNL-র নতুন BiTV পরিষেবা

কেন্দ্রীয় সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL সম্প্রতি চালু করেছে BiTV পরিষেবা। যেখানে একাধিক প্রিমিয়াম টিভি চ্যানেল উপভোগ করার জন্য আলাদা করে এক টাকাও খরচ করতে হবে না। প্রতিটি রিচার্জ প্ল্যানে বিনামূল্যে টিভি চ্যানেল পাওয়া যাবে। অর্থাৎ এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে নূন্যতম একটি নির্দিষ্ট প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে হবে। তাহলেই দেখা যাবে লাইভ টিভি চ্যানেল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে এয়ারটেল এবং জিও’র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর পর থেকে, বিএসএনএল পুরানো দামের ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে চলেছে। সেই ধারা বজায় রেখে পরিষেবার মান বাড়ানোর কাজে মনোনিবেশ করেছে সংস্থা।

READ MORE:  Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর, খারাপ কমেন্টে করা যাবে ডিসলাইক

বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতা করার জন্য BSNL ৪জি পরিষেবা সম্প্রসারণ করছে। এয়ারটেল, জিও এবং ভিআই-এর মতো বেসরকারি টেলিকম জায়ান্টদের সাথে প্রতিযোগিতা করার জন্য সক্রিয়ভাবে তার নেটওয়ার্ক সম্প্রসারণ শুরু করেছে সংস্থাটি। ইতিমধ্যে দেশজুড়ে ৪জি টাওয়ার স্থাপনের জন্য TCS-এর সাথে অংশীদারিত্ব করেছে বিএসএনএল।

অন্যদিকে, কম খরচের রিচার্জ প্ল্যানের পাশাপাশি, BSNL তার ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগে BiTV পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে ৪৫০টির বেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। এবার এই পরিষেবাটি সমস্ত রিচার্জ প্ল্যানের সাথে একীভূত করেছে সংস্থা। যার অর্থ হল আপনার মোবাইল রিচার্জের সাথে, আপনি টিভি চ্যানেলগুলিতে বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

READ MORE:  নতুন ২৫০ সিসির ইঞ্জিন নিয়ে লঞ্চ হবে নতুন Yamaha RX100, বাইকপ্রেমীদের জন্য বড় আপডেট

এই নতুন পরিষেবা লক্ষ লক্ষ ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে। যারা শুধু টিভি চ্যানেল দেখার জন্য ডিটিএইচ রিচার্জে টাকা ব্যয় করেন তাঁদের জন্য লাভজনক হতে পারে। ব্যবহারকারীরা অতিরিক্ত কোনও টাকা ছাড়াই বিনামূল্যে বিনোদন উপভোগ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Recharge Plan: ১০০ টাকায় ডবল ধামাকা! রিচার্জের সাথে ফ্রিতে JioHostar পাবেন জিও গ্রাহকরা | Jio Launches 100 Rupees JioHotstar Subscription Plan

Scroll to Top