এক রিচার্জে ৬ মাস কলিং ও ইন্টারনেট, VI এর থেকে অর্ধেক দামে দুর্দান্ত প্ল্যান BSNL এর | BSNL Vi 180 Days Plan
BSNL ও Vodafone Idea এই মুহূর্তে ভালো ভালো রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের মন জয় করতে চাইছে। এরমধ্যে কয়েকটি প্ল্যানে দীর্ঘ দিন ধরে পরিষেবা পাওয়া যায়। মূলত যারা বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান তারা এই প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। এই প্রতিবেদনে আমরা BSNL ও VI এর ৬ মাস অর্থাৎ ১৮০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করবো। এই প্ল্যানগুলি কলিং, ডেটা সহ বিভিন্ন সুবিধা দেবে।
এই প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন (৬ মাস)। এখানে গ্রাহকরা পুরো ১৮০ দিন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস পাবেন। এর সাথে নাইট বিঞ্জ, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস এর মতো সুবিধা পাওয়া যাবে।
এই প্ল্যানের ভ্যালিডিটিও ১৮০ দিন। এখানে আনলিমিটেড ডেটা অফার করা হয়, তবে ৯০ জিবি পর্যন্ত ডেটা হাই স্পিডে এবং এরপরে ৪০ কেবিপিএস স্পিডে উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।
বিএসএনএলের ৭৫০ টাকার প্ল্যান জিপি ২ গ্রাহকদের জন্য আনা হয়েছে। অর্থাৎ যারা আগের প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার ৭ দিনের মধ্যে মোবাইল নম্বর রিচার্জ করতে পারেননি, তারা এর সুবিধা নিতে পারবেন। এই প্ল্যানে ১৮০ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যায়। গ্রাহকদের দৈনিক ১ জিবি হিসেবে মোট ১৮০ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হবে।
রেশন কার্ড (Ration Card) থাকলেই এবার থেকে রেশন পাওয়া যাবে না। এবার থেকে লাগবে আয়ের…
ভিভো বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন Vivo V50 Lite (4G)। আপাতত তুরস্কে লঞ্চ হয়েছে এই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসাথে 10 হাজার ড্রোন আকাশে উড়তে দেখেছেন কখনও? উন্নত প্রযুক্তির ড্রোন দিয়ে…
রাজ্যের সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের (School Teacher) জন্য বড় খবর। সরকার তাদের কাজে ছাড় দিয়েছে।…
অনেকে ভাবেন কম দামে অর্থাৎ ৩০ হাজার টাকা রেঞ্জের মধ্যে ভালো গেমিং স্মার্টফোন দূরবীন দিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বকশিশ না দেওয়ায় নবজাতকের (NewBorn) অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেওয়ার অভিযোগ ওয়ার্ডবয়ের…
This website uses cookies.