এখন থেকেই টাকা জমান, দমদার মাইলেজ দিতে ২০২৫ সালে লঞ্চ হবে তিনটি সেরা গাড়ি

দেশের বাজারে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কমপ্যাক্ট গাড়ির চাহিদা। যাঁরা মূলত বাজেট-বান্ধব, ভালো মাইলেজ, উন্নত দক্ষতা এবং কর্মক্ষমতা চান একটি গাড়ি থেকে তাঁদের জন্য এই ধরনের গাড়ি আদর্শ। আপনি যদি আগামীদিনে ১০ লাখ টাকার মধ্যে একটি কম্প্যাক্ট গাড়ি কেনার কথা ভাবেন, তাহলে বাজেট প্রস্তুত রাখুন। কারণ ২০২৫ সালে দারুণ মাইলেজের সঙ্গে লঞ্চ হতে চলেছে সেরা তিনটি গাড়ি।

Tata Punch Facelift

ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি Tata Punch। এই গাড়ির ফেসলিফ্ট ভার্সন ব্র্যান্ডের অন্যতম চমকপ্রদ গাড়ি হতে চলেছে। ইন্টিরিয়র ও এক্সটিরিয়র আপডেটের পাশাপাশি অসংখ্য নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। ফেসলিফ্টেড টাটা পাঞ্চে একটি নতুন কেবিন, নতুন হেডল্যাম্প, একটি আপডেটেড গ্রিল, পুনরায় ডিজাইন করা সামনের এবং পিছনের বাম্পার, নতুন অ্যালয় হুইল এবং পরিবর্তিত টেল ল্যাম্প থাকবে বলে আশা করা হচ্ছে। মিলবে একই ১.২ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা ম্যানুয়াল এবং এএমটি উভয় ট্রান্সমিশন বিকল্পের সঙ্গে পাওয়া যাবে। পাশাপাশি সিএনজি ভ্যারিয়েন্টও লঞ্চ হবে।

READ MORE:  Ather Rizta ইলেকট্রিক স্কুটির দাম 15,000 টাকা দাম কমল, ফুল চার্জে চলবে 159 কিমি

Maruti Suzuki Fronx Hybrid

সম্প্রতি দেশের বাজারে মারুতি সুজুকি ফ্রনক্সের হাইব্রিড সংস্করণটি পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে। এটি বছরের শেষ নাগাদ লঞ্চ হতে পারে। গাড়ির সম্ভাব্য প্রাথমিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। গত দুই বছর ধরে ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে এই কমপ্যাক্ট কুপ-এসইউভি। এতে ১.২ লিটার Z12E পেট্রোল ইঞ্জিন এবং একটি শক্তিশালী হাইব্রিড সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে। হাইব্রিডে প্রায় ৩০ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে এমনটা আশা করা হচ্ছে।

READ MORE:  Tata Avinya X আত্মপ্রকাশ করল, চমকপ্রদ ডিজাইন যে কারোর নজর টানবে!

আরও পড়ুনঃ পকেটে ১০ হাজার থাকলেই বাড়িতে আসবে Hero Splendor, এই হিসাবটা জেনে রাখুন

Hyundai Venue Facelift

২০২৫ সালে গাড়ির বাজাতে আরও একটি চমক হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট। ভারতে দ্বিতীয় প্রজন্মের ভেন্যুর গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করছে হুন্ডাই। এই পাঁচ আসনের কমপ্যাক্ট এসইউভিতে বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাবে। ইন্টিরিয়র ও এক্সটিরিয়র আপডেটও থাকবে। তবে, বর্তমানে যে ইঞ্জিন পাওয়ারট্রেন বিকল্প রয়েছে তা অপরিবর্তিত থাকবে। যে আপডেটগুলি দেখা যেতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং নতুন সুরক্ষা বৈশিষ্ট্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  শীতের ইনিংস শেষ, গরমে গাড়ির যত্ন নিতে পাঁচটি সহজ টোটাকা জেনে রাখুন

Scroll to Top