এবার ড্রোন দিয়ে হবে ট্রেন পরিষ্কার, বিরাট উদ্যোগ রেলের
সহেলি মিত্র, কলকাতা: নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) জোনে প্রথমবারের মতো কামাখ্যা রেলওয়ে স্টেশনে ড্রোন-ভিত্তিক পরিষ্কার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আর এই কাজ রেলওয়ের পরিষ্কার ব্যবস্থা আধুনিকীকরণের দিকে একটি পদক্ষেপ সেটা বলাই বাহুল্য। রেল জানিয়েছে যে এই নতুন পদ্ধতির ফলে সাফাই অভিযান অনেকটাই সহজ হবে। এই নতুন পদ্ধতির মাধ্যমে বিশেষভাবে স্টেশন প্রাঙ্গণের মধ্যে বহুতল ভবন এবং দুর্গম কাঠামো, সেইসাথে ট্রেনের কোচের ছাদ ইত্যাদি জায়গাগুলি পরিষ্কার করা এবার থেকে আরও সহজ হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে যে এই পরীক্ষাটি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মান বৃদ্ধিতে ড্রোন প্রযুক্তির উল্লেখযোগ্য নিদর্শন। এই প্রাথমিক পর্যায়ে কামাখ্যা কোচিং ডিপোর লাইন, আন্ডারফ্লোর হুইল লেড শেড, কামাখ্যা স্টেশনের আইকনিক বাইরের গম্বুজ এবং বেশ কয়েকটি ট্রেনের কোচ অন্তর্ভুক্ত ছিল। রেলওয়ের এক বিজ্ঞপ্তি অনুসারে, এই উদ্যোগটি NFR-এর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উন্নত করার জন্য অত্যাধুনিক, প্রযুক্তি-চালিত সমাধান গ্রহণের সক্রিয় প্রতিশ্রুতিকে তুলে ধরে।
রেলের এহেন উদ্যোগকে বাহবা জানিয়েছেন সকলে। এই পাইলট প্রকল্পের সফল সমাপ্তির ফলে NFR-এর অধীনে অন্যান্য প্রধান স্টেশন এবং ট্রেনগুলিতে ড্রোন-ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপক গ্রহণের জন্য পা বাড়িয়ে রয়েছে রেল। আগামী দিনে আরও স্টেশনে এই ড্রোনের মাধ্যমে ট্রেন পরিষ্কার করা হবে বলে সম্ভাবনা প্রকাশ করেছে রেল।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে কী কী করা সম্ভব তা দেখা হচ্ছে। আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
সহেলি মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৈশাখের জ্বালাপোড়া গরমে…
রেডমি আজ ঘোষণা মতো তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 4 Pro লঞ্চ করল। এর দাম…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik 2025 Result) করতে চায়…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের মাঝে যেন হঠাৎ করে নেমে আসে রক্তের অন্ধকার। হ্যাঁ,…
সৌভিক মুখার্জী, কলকাতা: কম-বেশি সবাই সঞ্চয় করতে চায়। তবে আধুনিক দুনিয়ায় দাঁড়িয়ে ব্যাংকের পাশাপাশি পোস্ট…
This website uses cookies.