এবার টানা আড়াই দিন বন্ধ থাকবে পরিষেবা, কবে থেকে? দিনক্ষণ জানাল কলকাতা মেট্রো
শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। এবার আপনারও যদি রবিবার করে মেট্রোতে কোথাও যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে আপনাকে এখন অনেকটাই পাঁপড় বেলতে হবে। এর কারণ রবিবার অর্থাৎ ছুটির দিনে মেট্রো পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
কলকাতা মেট্রো রেলওয়ে ঘোষণা করেছে যে ২৩শে মার্চ থেকে প্রতি রবিবার সমগ্র পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের (East-West Metro) পরিষেবা সম্পূর্ণরূপে বাতিল থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। উন্নত যোগাযোগ-ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ সিগন্যালিং পরীক্ষা চালানোর জন্য এটি করা হচ্ছে। বর্তমানে, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ সেকশনটি রবিবার বন্ধ থাকে।
এদিকে মেট্রোর সর্বশেষ সিদ্ধান্তের ফলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরটি রবিবার বন্ধ থাকবে, যার ফলে এই রুটের উপর নির্ভরশীল যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন। মেট্রোর এহেন সিদ্ধান্তে কার্যত মাথায় পড়েছে মেট্রো যাত্রীদের। সিবিটিসি সিস্টেম ইন্টিগ্রেশন ১২ জানুয়ারি শুরু হয়েছিল, ২১ জানুয়ারি পশ্চিমমুখী টানেলের মাধ্যমে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে প্রথম পরীক্ষামূলক রান শুরু হয়েছিল।
এক বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার হাওড়া ময়দান-সল্ট লেক সেক্টর ভি করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, “হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত পুরো পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর (গ্রিন লাইন) জুড়ে CBTC সিস্টেম পরীক্ষা করার জন্য মেট্রো ২৩শে মার্চ থেকে প্রতি রবিবার একটি সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক বাস্তবায়ন করবে।” এর আগে ফেব্রুয়ারিতে, সিগন্যালিং পরীক্ষার জন্য দুটি পর্যায়ে পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের পরিষেবা আট দিনের জন্য স্থগিত করা হয়েছিল। যদিও ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) পরিষেবাগুলি অবাধে চলবে।
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২১শে মার্চ, শুক্রবার। আজকের রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে আজ আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। আর রেলে যাত্রার সময়…
5G স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে কিন্তু বাজেট ২৫ হাজার টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টই মানুষের প্রধান ভরসা—হোক তা ১০ টাকার কেনাকাটা বা ১০ হাজার…
শ্বেতা মিত্র, কলকাতা: লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো (Kolkata Metro) পরিষেবাকেও যে কোনো শহরের লাইফলাইন বলা…
This website uses cookies.