এবার মাঠে নামলো আম্বানি! একদম ফ্রিতে 50GB, Google, Apple-কে দিচ্ছে টেক্কা
যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোনের স্মৃতিশক্তি বদলে গিয়েছে। একসময় ফোনের মেমোরি থাকতো মাত্র 2GB বা 4GB। আর এখন সেখানে 128GB বা 256GB মেমোরিও কম হয়ে যায়। কারণ সেলফি, ভিডিও, অ্যাপ, ডকুমেন্টস ইত্যাদি রাখতে গিয়েই ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়।
আগে মেমোরি কার্ডের উপর ভরসা করে চলতে হতো। কিন্তু এখন বেশিরভাগ স্মার্টফোনে একই স্লটে মেমোরি কার্ড এবং সিম কার্ড ব্যবহার করতে হয়। তাই বিকল্প হিসাবে ক্লাউড স্টোরেজের জনপ্রিয়তা বেড়ে চলেছে।
Google android ব্যবহারকারীদের জন্য 15GB পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া এই ক্লাউড স্টোরেজে। এছাড়া Apple iPhone ব্যবহারকারীদের জন্য 50GB স্টোরেজ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে বেশি স্টোরেজ দরকার হলে গুগল বা Apple-এর থেকে টাকা দিয়ে কিনতে হয়।
আর এই জায়গাতেই বাজিমাত করতে মাঠে নামল জিও। এবার গুগল ও Apple-এর দাপট কমাতে ভারতের বাজারে আসতে চলেছে জিও ক্লাউড স্টোরেজ, তাও কিনা 50GB একদম ফ্রিতে।
সম্প্রতি ফিলামেন্স জিওর মালিক মুকেশ আম্বানি ঘোষণা করেছে যে, 50GB AI চালিত ক্লাউড স্টোরেজ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে জিও গ্রাহকদের। তবে এখানে একটি কিন্তু রয়েছে। যদি জিওর 299 টাকা বা তার বেশি প্রিপেইড বা পোস্টপেইড প্লান রিচার্জ করা হয়, তাহলেই এই সুবিধা পাওয়া যাবে। এই স্টোরেজ ব্যবহার করা যাবে ছবির ব্যাকআপ, ভিডিওর জন্য।
Google শুধুমাত্র 15GB স্টোরেজ গ্রাহকের ফ্রিতে দেয়। তবে তার বেশি স্টোরেজ নিতে গেলে টাকা দিতে হয়। Apple 50GB ফ্রি দিলেও ভারতে বেশিরভাগ android ফোন ব্যবহারকারী। তাই Apple-এর পরিষেবা খুব একটা জনপ্রিয় নয়।
আর জিওর এই প্ল্যান ভারতীয় গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয় হতে চলেছে। কারণ জিও ব্যবহারকারীর সংখ্যা 60 কোটিরও বেশি। তাই গুগল এবং Apple এখন চাপে পড়ে গেছে তাদের বাজার ধরে রাখার জন্য।
2024 সালের বার্ষিক সাধারণ সভায় এই পরিষেবার ঘোষণা করেছিল মুকেশ আম্বানি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ক্লাউড স্টোরেজ সিস্টেম ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত সুবিধা প্রদান করবে। ফলে গুগল ড্রাইভ বা iCloud-এর বিকল্প হয়ে উঠতে পারে এবার জিও ড্রাইভ।
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের সার্ভিসেস সিলেকশন বোর্ড জাতীয় স্বাস্থ্য মিশনের…
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধান তিন টেলিকম সংস্থা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে…
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দুপুরে কলকাতা সহ একাধিক জেলায় নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে।…
This website uses cookies.