এবার শুধু সরকারি কর্মীরা নয়, সবাই পাবে পেনশন! UPS স্কিম চমক দেবে
এবার শুধু সরকারি কর্মীরাই পেনশন পাবে না, বরং দেশের প্রতিটি নাগরিক অবসর জীবনে পেনশন পাবে। সম্প্রতি কেন্দ্র সরকার এক গুরুত্বপূর্ণ মন্তব্যের ইঙ্গিত দিয়েছে। যেখানে ইউনিফাইড পেনশন স্কিম (UPS Scheme) ভবিষ্যতে সকলের জন্যই চালু করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ফলে শুধু সরকারি কর্মচারী নয়, বরং এখন সাধারণ মানুষ বা বেসরকারি কর্মচারীরাও পেতে পারে পেনশন।
২০২৪ সালের ১লা এপ্রিল থেকে চালু হয় ইউনিফাইড পেনশন স্কিম (UPS Scheme)। বর্তমানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই স্কিম প্রযোজ্য। এই স্কিমের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, অবসরের সময় শেষ ১২ মাসের গড় বেতনের ৫০% নির্দিষ্ট পেনশন হিসেবে পাওয়া যায়। অর্থাৎ, আপনার পেনশন কত হবে, তা আপনার বিনিয়োগের উপর নয়, বরং নির্ভর করবে আপনার কর্মজীবনের শেষ দিকে বেতন কত তার উপর।
বর্তমান সময়ে চালু থাকা ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) আপনার বিনিয়োগের উপর পেনশন নির্ভর করে। পাশাপাশি বাজারে সেই বিনিয়োগের রিটার্ন কেমন, এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করেই পেনশন দেওয়া হয়। কিন্তু এখানে পেনশনের কোন রকম গ্যারান্টি নেই। বাজার পড়ে গেলে পেনশন কমেও যেতে পারে। তবে সেই তুলনায় UPS স্কিম গ্যারান্টি রিটার্ন দিচ্ছে, যা সাধারণ মানুষের কাছে ভরসা আরেক নাম।
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগার্জুন সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন, “NPS নিয়ে মানুষের আস্থা দিনের পর দিন বাড়ছে। আমরা বিশ্বাস করি UPS’ও ধীরে ধীরে সেই পথ অনুসরণ করবে।” অর্থাৎ, NPS এর মত ভবিষ্যতে UPS সবার জন্য খুলে দেওয়া হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।
যদি UPS সিস্টেম সকল নাগরিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে বেসরকারি কর্মচারীরাও এবার অবসরের পর নিশ্চিত পেনশন পাবেন। পাশাপাশি সামাজিক নিরাপত্তা বাড়বে এবং ভবিষ্যতে আর্থিক নিশ্চয়তা তৈরি হবে। এছাড়া বিনিয়োগের জন্য আর কোনরকম চিন্তা থাকবে না।
বর্তমান সময়ে UPS শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই চালু। তবে কেন্দ্রীয় কর্তাদের কথায় একদম স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, NPS এর পথেই এবার UPS সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে কবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেদিকেই এখন নজর থাকবে সকলের।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.