এবার 2000 টাকার UPI লেনদেনে মিলবে মোটা অঙ্কের ইনসেনটিভ, কীভাবে পাবেন দেখুন
ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর। UPI লেনদেন নিয়ে নতুন প্রজেক্ট চালু করল কেন্দ্রীয় সরকার। ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করার জন্য এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। UPIতে ব্যবসায়ীরা ২০০০ টাকার লেনদেনে বিশেষ পুরষ্কার পাবেন। এই সুবিধাটি পেতে গেলে ব্যবহার করতে হবে BHIM অ্যাপ।
নিয়ম অনুযায়ী, যদি কোনও ছোট ব্যবসায়ী ২০০০ টাকার UPI পেমেন্ট পান, তাহলে তারা নগদ ইনসেনটিভ হিসাবে সেই পরিমাণের ০.১৫% পর্যন্ত পাবেন তিনি। এই সুবিধাটি BHIM অ্যাপের মাধ্যমে করা লেনদেনের জন্য উপলব্ধ।
সরকার এই প্রোগ্রামের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে, শুধুমাত্র ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন। বড় ব্যবসায়ীরা এই প্রণোদনা বা ইনসেনটিভ পাবেন না। প্রতি তিন মাস অন্তর ব্যবসায়ীদের তাঁদের ব্যাঙ্কের মাধ্যমে অর্থ প্রদান করা হবে এবং এই সুবিধা পেতে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
এই স্কিমটি দোকানদার, রাস্তার বিক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসার মতো ছোট ব্যবসায়ীদের জন্য। উদাহরণস্বরূপ, চায়ের দোকান, মুদি দোকান এবং রাস্তার বিক্রেতারা যারা UPI পেমেন্ট গ্রহণ করেন তাঁরা উপকৃত হবেন। এটি তাঁদের সাহায্য করবে যারা ছোট ছোট লেনদেন করেন।
বলতে গেলে, এই স্কিমটি ছোট ব্যবসায়ীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। এটি ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে তাঁদের উৎসাহিত করবে, যার ফলে ব্যবসায়িক লেনদেন সহজ হবে। সরকার বিশ্বাস করে যে এটি ছোট ব্যবসায়ীদের বৃদ্ধি এবং তাদের আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সহায়তা করবে।
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা…
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
This website uses cookies.