এর কাছেই ভয়ঙ্কর ঘটনার ভিডিও? CBI-র কাছে সব খুলে বললেন নার্স শম্পা দাস
প্রীতি পোদ্দার, কলকাতা: শেষ পর্যন্ত নির্যাতিতার বাবা মায়ের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। আরজি কর কাণ্ডের (RG Kar Case) পুনরায় তদন্তের আবেদনের শুনানির ভার কলকাতা হাইকোর্টকে দিয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার নির্যাতিতার বাবা মায়ের আবেদনের শুনানি হবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আর এই আবহেই আরজি কর কাণ্ডের তদন্তে ফের তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তড়িঘড়ি সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হল আরজি কর মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের ৪ নার্সকে।
আরজি করের নির্যাতিতার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI তদন্তভার হাতে নেওয়ার পর থেকে অনেককেই ঠিকভাবে সেইদিন রাগে কী ঘটেছিল সেই ব্যাপারে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেনি। যার মধ্যে অন্যতম ছিল সেই রাতে আরজি করে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসকরা। অর্থাৎ তদন্ত মারফৎ কোনো কিছুই পরিষ্কার করে কোনো তথ্য উঠে আসছে না। তাঁদের বক্তব্য ছিল, সেই রাতে ঠিক কী ঘটেছিল, তার অনেকটাই জানেন তাঁরা। তাই নির্যাতিতার পরিবারের দাবি ছিল কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসকদের বয়ান তদন্তের আওতায় আনা হোক। আর সেখানেই উঠে আসছে ‘শম্পা দাস’ নামে এক নার্সের নাম।
প্রথম থেকেই আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত আন্দোলনকারী ডাক্তাররা এই নার্স শম্পা দাসের নাম করেছিলেন। বলা হয়েছিল যে এর কাছে ভিডিও ফুটেজ থাকতে পারে। সূত্রের খবর, আজ তাই এই ৪ জন নার্সের মধ্যে তলব করা হল শম্পা দাসকে। মাঝখানে বেশ ভাইরাল হয়েছিল যে শম্পা দাস নামে এই নার্স নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, তাঁর কাছে সেই রাতের একটি ভিডিয়ো ছিল, যেটি তিনি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। এটা নিয়ে বিস্তর জল্পনা ছড়ায়। কিন্তু তিনি বরাবরই নিজেকে আড়াল করে রেখেছিলেন। এবার সেই ভিডিও ফুটেজ নিয়ে সরাসরি তলব করা হল শম্পাকে।
আসলে ওইদিন রাতে আরজি কর মেডিক্যালের তরুণী চিকিৎসকের খুনি ও ধর্ষক সঞ্জয় রায়ের আত্মীয় ভর্তি ছিলেন ওই ওয়ার্ডেই। তাঁর সঙ্গে দেখা করতেই হাসপাতালে ঢুকেছিল সঞ্জয়। সেদিন তাঁর গতিবিধি ও হাবভাব কেমন ছিল তা জানার জন্যই আসলে আজ নার্সদের ডেকে পাঠানো হয়েছে। ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সকলে। তখনই নার্স শম্পা দাসকে দাঁড় করিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা ভিডিও ফুটেজ প্রসঙ্গে জিজ্ঞাসা করে। কিন্তু তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর কাছে কোনো ফুটেজ নেই, সব মনগড়া কথা রটেছে।
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ…
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব…
This website uses cookies.