এ যেন মৃত্যুপুরী! ভয়ানক ভূমিকম্পে নিহত ১০০০ এরও বেশি, আরও বাড়তে পারে সংখ্যা
শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছরের শুরুতেই মিয়ানমার, ব্যাঙ্কক, থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্প গোটা বিশ্বকে নাড়িয়ে রেখে দিয়েছে। যেদিকে দু চোখ যাচ্ছে সেখানেই শুধু ধ্বংসের চিহ্ন। প্রিয়জন, মাথা গোঁজার ঠাই হারিয়ে রীতিমতো সর্বশান্ত হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে ভারত সহ বহু দেশ মিয়ানমার, ব্যাঙ্কক, থাইল্যান্ডের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। যদিও ঘটনার ভয়াবহতা রীতিমতো ভেতর থেকে নাড়িয়ে রেখে দিয়েছে সমগ্র বিশ্বের মানুষকে। জানলে হয়তো আঁতকে উঠবেন, মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে।
২৮শে মার্চ শুক্রবার মধ্য মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শনিবার ক্ষমতাসীন জান্তা জানিয়েছে, মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে এবং ২,০০০ এরও বেশি আহত হয়েছে। জান্তার তথ্য দলের এক বিবৃতিতে বলা হয়েছে যে শুক্রবারের ৭.৭ মাত্রার অগভীর ভূমিকম্পে ১,০০২ জন নিহত এবং ২,৩৭৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি প্রধান হাসপাতালে জমছে মৃতদেহের স্তুপ। ভয়াবহ ভূমিকম্পে আকাশচুম্বী ভবন ধসে পড়ার পর, হাজার হাজারেরও বেশি আহত হওয়ার পর মিয়ানমার এবং থাইল্যান্ড উভয় দেশই জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতেও। মায়ানমারের ভূমিকম্পের কয়েক মিনিট পরে, ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ে ৪.০ রিখটার স্কেলের ভূমিকম্পের খবর দিয়েছে। কলকাতা এবং ইম্ফলে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং, যিনি সতর্ক করেছিলেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, তিনি ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং সাহায্যের জন্য আবেদন করেছেন, “যেকোনো দেশ এবং যেকোনো সংস্থাকে” এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উত্তর থাইল্যান্ড পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে, যেখানে থাই রাজধানীতে কিছু মেট্রো এবং রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রা একটি জরুরি পর্যালোচনা বৈঠকের জন্য ফুকেটে তার সরকারি সফর স্থগিত করেছেন, যার পরে তিনিও শহরে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন যে, ‘ভারত যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।”
চীনের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই ভারতে দুটি নতুন গেমিং ফোন লঞ্চ করতে চলেছে। Realme Narzo…
Haier সম্প্রতি ভারতে লঞ্চ করল Haier M80F Mini LED 4K স্মার্ট টিভি। এই লাইনআপের অধীনে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস থেকে বেশ কিছু নিয়মে বদল ঘটেছে। তো আবার বেশ কিছু…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ পড়তে না পড়তেই গরমে প্রকোপে এক্কেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর (Weather Update)।…
Realme সম্প্রতি ভারতে P3 সিরিজের নতুন ফোন নিয়ে এসেছে। বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার এই সিরিজের…
প্রীতি পোদ্দার, কলকাতা: যে হারে সড়ক দুর্ঘটনার পরিমাণ অহরহ বাড়ছে, তার রাশ টানতে প্রায় সময়েই…
This website uses cookies.