ওপ্পোর জোড়া ধামাকা, Oppo A5 ও Oppo A5 Vitality Edition এই তারিখে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে | Oppo A5 Vitality Edition Launch Date 18 March

ওপ্পো শীঘ্রই এ৫ সিরিজে নতুন ফোন আনছে। গত বছর ডিসেম্বরে, সংস্থাটি চীনে Oppo A5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছিল। এখন ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে আগামী ১৮ মার্চ চীনে Oppo A5 এবং Oppo A5 Vitality Edition লঞ্চ করতে চলেছে তারা। টিজার থেকে জানা গেছে উভয় ফোনই IP66/68/69 রেটিং সহ আসবে এবং দাম শুরু হবে ১,০০০ ইউয়ান (প্রায় ১২,০০০ টাকা) থেকে। দুটি ডিভাইসই ইতিমধ্যেই চীনের অপো স্টোরের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ

READ MORE:  Samsung থেকে Xiaomi Poco, ১০ হাজার টাকার মধ্যে এই 5G স্মার্টফোনগুলি সেরা হবে | Best 5G Smartphones Under 10000 in India

কী থাকছে Oppo A5 ও Oppo A5 Vitality Edition মডেলে

রিপোর্ট অনুযায়ী ওপ্পো এ৫ ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলে আসবে। এটি কালো, নীল এবং গোলাপী শেডে পাওয়া যাবে। এর মডেল নম্বর রাখা হবে Oppo PKQ110। সম্প্রতি চীনের TENAA সার্টিফিকেশন সাইটে এই মডেল নম্বরকে দেখা গেছে।

TENAA থেকে জানা গেছে যে Oppo A5 5G ডিভাইসে ৬.৭-ইঞ্চি OLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে এবং এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য পিছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে। সেলফির জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  2029 সাল পর্যন্ত পাওয়া যাবে সফটওয়্যার আপডেট, সুখবর দিল এই স্মার্টফোন ব্র্যান্ড

অন্যদিকে ওপ্পো এ৫ ভাইটালিটি এডিশন ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি কালো, সবুজ এবং গোলাপি কালারে এসেছে।

Oppo A5 Vitality Edition মডেলটি TENAA ডেটাবেসে PKV110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছিল। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। এর সাথে ৬.৬৭-ইঞ্চি এলসিডি এইচডি প্লাস স্ক্রিন এবং ৪৫ ওয়াট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। A5 5G এর মতো, এতেও একই ক্যামেরা সেটআপ পাওয়া যাবে- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

READ MORE:  শুধু 7,000mah ব্যাটারি নয়, Honor 400 সিরিজের ফোনের প্রসেসরও চমকে দেবে

Scroll to Top