কলারের আসল নাম দেখা যাবে! Jio, Airtel ও Vi ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব শিগগিরই সমাধান হতে চলেছে। দেশের তিনটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি—রিলায়েন্স জিও, এয়ারটেল এবং Vi—তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার আনতে চলেছে। এই ফিচারের নাম New Caller Name Presentation (CNAP), যা ব্যবহারকারীদের কলকারীর আসল নাম দেখার সুবিধা দেবে।
Jio, Airtel এবং Vi-এর এই নতুন CNAP ফিচার সারা দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য বিশাল স্বস্তি বয়ে আনবে। এতদিন, ট্রুকলার-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে কলারের নাম দেখা যেত। তবে, নতুন এই পরিষেবা চালু হলে, ব্যবহারকারীদের আর ট্রুকলার-এর মতো অ্যাপ ডাউনলোড করতে হবে না। এই ফিচারটি সরাসরি টেলিকম অপারেটরদের মাধ্যমেই পাওয়া যাবে এবং এটি ট্রুকলার-এর মতোই কাজ করবে।
লাইভ মিন্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই নতুন ফিচার বাস্তবায়নের জন্য টেলিকম কোম্পানিগুলো কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিক্রেতার সঙ্গে অংশীদারিত্ব করেছে। সফটওয়্যার ও সার্ভারের প্রয়োজনীয়তা মেটাতে ডেল, এরিকসন, এইচপি এবং নোকিয়া-র মতো কোম্পানির সঙ্গে কাজ করছে তারা।
CNAP একটি উন্নত কলার শনাক্তকরণ পরিষেবা, যা চালু হলে ব্যবহারকারীরা অজানা নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের আসল ও যাচাই করা নাম দেখতে পাবেন। অর্থাৎ, কলার যে নামে সিম রেজিস্টার করেছেন, সেটাই স্ক্রিনে ভেসে উঠবে।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো CNAP পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানায়। TRAI জানিয়েছিল যে, এটি ধাপে ধাপে চালু করা হবে এবং স্প্যাম ও প্রতারণামূলক কল নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
রিপোর্ট অনুযায়ী, টেলিকম কোম্পানিগুলো ইতোমধ্যে CNAP পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অর্ডার দিয়েছে এবং বিভিন্ন স্থানে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ও প্রযুক্তি স্থিতিশীল হলে, এই ফিচার সারা দেশের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
শীঘ্রই মোবাইল ব্যবহারকারীরা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক কলিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন!
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার সময় বাড়িতে বসেই ব্যবসা করা যায়। তাও একদম স্বল্প বিনিয়োগে। যদি…
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC।…
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
This website uses cookies.