সোনু সুদ
সোনু সুদ শুধু তারকা নন তিনি হয়ে উঠেছিলেন ভারতবর্ষের ‘মসিহা!’ আসলে আজ থেকে পাঁচ বছর আগে হওয়া করোনা মহামারী সময় পর্দার তুমুল ভিলেনই হয়ে উঠেছিলেন আপামর ভারতবাসীর কাছে সত্যিকারের নায়ক। মহামারির ঘোর বিপদে আমি জনতার বিশ্বাস, ভরসা, আশ্বাসের নাম হয়ে উঠেছিলেন সোনু সুদ।
পর্দার ভীষণ রকম দাপুটে ভিলেন তখন সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন। যে যে কোনও বিপদে তখন একজনেরই নাম নিতেন সোনু সুদ। তিনি যেন জীবন্ত ভগবান। বাঁচাতে পারেন একমাত্র যেন তিনিই। পর্দার খুনে ভিলেন থেকে বাস্তবের মাটিতে তিনি হয়ে ওঠেন অসহায়ের ত্রাতা, গরিবের মসিহা।
বারবার বিভিন্ন কাজে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু এবার এই মানুষটার বিরুদ্ধেই উঠেছে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। শুধু তাই নয় তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। জানা গেছে ১০ লক্ষ টাকা জালিয়াতি করেছেন নাকি তিনি।
এই বিষয়ে জানা গেছে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে। লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না আদালতে দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকার লগ্নির লোভ দেখান। মূল অভিযুক্ত মুহিত শুক্লাই।
যদিও সেই ঘটনায় সাক্ষ্য প্রমাণ দিতে সমন পাঠানো হয়েছিল সোনু সুদকে। কিন্তু তিনি সমন এড়িয়ে যান কোর্টে হাজিরাও দেননি। আর সেই কারণেই ভারতবর্ষের মাসিহার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। জানা গেছে, লুধিয়ানার আদালত মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে অভিনেতাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসতে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.