কেবল ১০৯৯৯ টাকায় Oppo-র দুর্দান্ত ফোন, পড়ে গেলেও ভাঙ্গবে না এবং জলে পড়লেও নষ্ট হবে না

অপ্পো-র লেটেস্ট এন্ট্রি-লেভেল মিলিটারি-গ্রেড ফোন এখন ফ্লিপকার্টের মান্থ-এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের নাম Oppo K12x 5G। হ্যান্ডসেটটি লঞ্চের পর খুব ভাল সাড়া পেয়েছে এবং ২ মাসের মধ্যে এর ৫০০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। এটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে, যার অর্থ ফোনটি জলে পড়ে গেলেও ক্ষতিগ্রস্থ হবে না। এছাড়া Oppo K12x 5G স্মার্টফোনে ৬ জিবি হার্ডওয়্যার এবং ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম আছে। এই সেলে এর দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা।

READ MORE:  Flipkart Sale Offer: ১০ হাজার টাকার কমে Vivo T3 Lite 5G, এমন অফার হাতছাড়া করলে পস্তাবেন | Vivo T3 Lite 5G Smartphone Under 10000

Oppo K12x 5G এর সাথে আকর্ষণীয় অফার

অপ্পো কে১২এক্স ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে ব্যাঙ্ক অফারের পরে এটি ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া আপনি যদি অপ্পো কে১২এক্স ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে ৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে ফোনের অবস্থার ওপর। ডিভাইসটি ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলেট কালারে পাওয়া যাবে।

READ MORE:  স্মার্টফোনের জগতে ঝড় তুলবে Google, ফাঁস হল Pixel 9a লঞ্চের তারিখ ও দাম

এই বিশেষ ফিচারগুলি আছে Oppo K12x 5G ডিভাইসে

অপ্পো কে১২এক্স ৫জি ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে আই কমফোর্ট মোড অফার করবে। এটি ৭.৬৮ মিমি পুরু। আবার এতে স্প্ল্যাশ টাচ প্রযুক্তি আছে, ফলে ভেজা হাতে বা স্ক্রিন ভিজে থাকলেও টাচস্ক্রিন কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়।

READ MORE:  Vivo X200 Pro Mini: চীনের বিপুল জনপ্রিয় স্মার্টফোন আসছে ভারতে, ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে | Vivo X200 Pro Mini India Launch Date

পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন