লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর সহ আসছে OnePlus 13T, 16 জিবি র‌্যামের সাথে থাকবে 2x টেলিফটো ক্যামেরা

Published on:

চলতি মাসেই বাজারে আসতে চলেছে OnePlus 13T। ২০২২ সালের পর ফের T সিরিজের ফোন আনতে চলেছে ব্র্যান্ডটি। লঞ্চের আগে ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ডিভাইসে ৬০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। আজ আবার OnePlus 13T ডিভাইসকে MIIT সার্টিফিকেশন সাইট ও AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Motorola Razr 60 Camera: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এন্ট্রি নেবে Motorola Razr 60, ফিচার সামনে আনল TENAA লিস্টিং | Motorola Razr 60 Launch Date

OnePlus 13T উপস্থিত হল MIIT ও AnTuTu ওয়েবসাইটে

ওয়ানপ্লাস ১৩টি ফোনটি MIIT সার্টিফিকেশন সাইটে PKX110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই একই মডেল নম্বর সহ ডিভাইসটিকে এর আগে 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গিয়েছিল। জানা গেছে এতে 5G, 4G LTE ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে।

আবার AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ওয়ানপ্লাস ১৩টি ফোনটি ৩,০০৬,৯১৩ স্কোর করেছে। এটি ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে অ্যাড্রনো ৮৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে।

READ MORE:  ট্রিপল ক্যামেরা ও 70W ফাস্ট চার্জ ফিচার্সের সঙ্গে দুর্দান্ত ফোন আনছে Tecno, লঞ্চ শীঘ্রই

OnePlus 13T এর অন্যান্য সম্ভাব্য ফিচার

ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ৬.৩১ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এতে ৬২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো লেন্স পাওয়া যেতে পারে।

READ MORE:  ১০ হাজার টাকায় ১২ জিবি র‌্যাম ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন, দেখুন অফার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.