ক্যানসার নির্মূল হবে ভারত, মহিলা ও বাচ্চাদের টিকা দেবে কেন্দ্র সরকার, কবে থেকে?
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন মারণ রোগ ক্যান্সার কেড়ে নিচ্ছে একের পর এক সাধারণের প্রাণ। বাদ যাচ্ছে না বাচ্চা থেকে শুরু করে বয়স্করা। প্রথম এবং দ্বিতীয় স্টেজে রোগীদের ক্যান্সার প্রশমন কেমোথেরাপির মাধ্যমে করা হলেও থার্ড এবং ফোর্থ স্টেজে কিছুই করার থাকে না। তবে এবার সেক্ষেত্রে এক নতুন আশার আলো নিয়ে আসল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসতে চলেছে মারণ রোগ ক্যানসারের ভ্যাকসিন (Cancer Vaccine)। গতকাল অর্থাৎ মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই শুধুমাত্র মেয়েদের জন্য থাকবে।
এই বিষয়ে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানান যে, ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। বর্তমান ট্রায়াল চলছে। প্রাথমিকভাবে ৯ থেকে ১৬ বছর বয়সী মহিলাদের ওপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। আগামী ৫-৬ মাসের মধ্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন। এছাড়াও এদিন প্রতাপরাও যাদব বলেন, “দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, বিষয়টি নিয়ে বেশ চিন্তিত কেন্দ্রীয় সরকার। তাই ৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে।”
এছাড়াও মন্ত্রী প্রতাপরাও যাদব আরও বলেন যে, টিকাটি মূলত স্তন, মুখগহ্বর এবং সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর হবে। এছাড়া, তিনি আয়ুষ চিকিৎসার সুবিধা প্রসঙ্গে বলেন যে, বর্তমানে অনেক হাসপাতালেই আয়ুষ বিভাগ রয়েছে এবং মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারছে। দেশের ১২,৫০০ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই ধরনের আয়ুষ সুবিধা দেওয়া হচ্ছে এবং সরকার এগুলির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মকুব করার কথাও জানান তিনি।
উল্লেখ্য ভারতে মহিলাদের মধ্যে ক্যানসারের প্রকোপ দিনের পর দিন যেন বেড়েই চলেছে। পরিসংখ্যার গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যান্সার চিকিৎসার অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে আশা করা যাচ্ছে যে এই নতুন ক্যানসারের ভ্যাকসিন রোগে প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞদের মতে, ক্যানসার রোগীদের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.